পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
61. ইংরেজ কোম্পানি রাজস্ব আদায়ের জন্য বাংলায় কাকে নিযুক্ত করেছিলেন?
(A) রেজা খাঁ কে
(B) সিতাব রায়কে
(C) সাদাত খানকে
(D) নিজামুদ্দিন খানকে
62. ইংরেজ কোম্পানি রাজস্ব আদায়ের জন্য বিহারে কাকে নিযুক্ত করেছিলেন?
(A) রেজা খাঁ কে
(B) সিতাব রায়কে
(C) সাদাত খানকে
(D) নিজামুদ্দিন খানকে
63. 76’মন্বন্তর সম্পর্কে জানা যায় এমন দুটি গ্রন্থ হলো-
(A) অনন্দমঠ & পথের পাঁচালি
(B) Annals of Rural Bengal & বঙ্গদর্শন
(C) পথের দাবি & Annals of Rural Bengal
(D) অনন্দমঠ & Annals of Rural Bengal
64. কোন আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বিলুপ্ত হয়?
(A) 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
(B) উইলিয়াম পিটের ভারত শাসন আইন দ্বারা (1784)
(C) 1773 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
(D) 1833 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
65. 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন অনুযায়ী “বোর্ড অফ কন্ট্রোল” নামে ইংল্যান্ডে একটি সভা গঠন করা হয়।এর প্রথম সভাপতি কে ছিলেন?
(A) লর্ড সিডনি
(B) লর্ড গ্রেনভিল
(C) হেনরি ডান্ডাস
(D) আর্লপ ডারথমাউথ
66. বিবৃতি:- A. কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলার প্রচুর সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য এবং অন্যান্য দেশীয় রাজ্যজয়ে ব্যয় করে।
ব্যাখ্যা:- R. রেজা খাঁর অত্যাচারে বাংলায় কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে।
(A) A এবং R উভয়ই সঠিক এবং R, A -এর যথার্থ ব্যাখ্যা
(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু A -এর যথার্থ ব্যাখ্যা R নয়
(C) শুধুমাত্র A সঠিক
(B) শুধুমাত্র R সঠিক
67. ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন?
(A) নজম-উদ-দৌল্লার কাছ থেকে
(B) বাহাদুরশাহের কাছ থেকে
(C) দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে
(D) মহাম্মদ শাহের কাছ থেকে
68. মীরজাফরের মৃত্যুর (1765) পর বাংলার নবাব পদে কে আসীন হন?
(A) আলিবর্দী খাঁ
(B) মুবারক-উদ-দৌল্লা
(C) সরফরাজ খাঁ
(D) নজম-উদ-দৌল্লা
69. আলিনগরের সন্ধির ফলস্বরূপ ইংরেজরা যে অধিকার লাভ করেননি-
(A) বিনাশুল্কে বাণিজ্যের অনুমতি
(B) নিজ নামাঙ্কিত মুদ্রার প্রচল
(C) দুর্গনির্মাণ
(D) কলকাতার ক্ষমতা লাভ
70. ইংরেজদের বিরুদ্ধে অভিযানে (1756 খ্রিস্টাব্দের জনু মাসে) সিরাজ-উদ-দৌল্লার সর্বাপেক্ষা ভুল পদক্ষেপটি ছিল-
(A) তাঁর বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র সমন্ধে তিনি উদাসীন ছিলেন
(B) তিনি সৌকত জঙ্গের সর্মথন লাভ ব্যর্থ হন
(C) তিনি বাংলায় ইংরেজদের প্রকৃত শক্তি অনুধাবনে ব্যর্থ হন
(D) তাঁর কলকাতা আক্রমণের সিদ্ধান্ত অত্যন্ত হঠকারী এবং ও দূরদর্শী ছিল