পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা

51. “আমি বলবো যে,- এরকম এরকম অরাজকতা, বিশৃঙ্খলা, ঘুষ দেওয়া নেওয়া, দুর্নীতি, উৎপীড়ন,জুলুমবাজি একমাত্র বাংলা ছাড়া অন্যকোনো খানে কখনো দেখিনি বা শুনিও নি”- বলেন কে?
(A) ভ্যান্সিটার্ট
(B) রবার্ট ক্লাইভ
(C) ওয়ারেন হেস্টিংস
(D) পার্সিভ্যাল স্পিয়ার

Ans-(B) রবার্ট ক্লাইভ

52. কর্ণাটকে ফরাসীরা চাঁদা সাহেবকে সর্মথন করেন এবং হায়দ্রাবাদে কাকে সমর্থন করেন?
(A) নাসির জঙ্গকে
(B) আনওয়ারউদ্দিনকে
(C) মজাফ্ফর জঙ্গকে
(D) লিয়াকত হোসেনকে
Ans-(A) নাসির জঙ্গকে

53. “বিধর্মীদের ওপরে শোচনীয়ভাবে নির্ভরশীল হয়ে, তাদের ভাতাভোগী রাজা ও নবাবের তালিকায় নাম লিখিয়ে বেঁচে থাকার চেয়ে– — মৃত্যুবরণ ভালো”- কথাটি কে বলেন?
(A) মীরকাসিম
(B) হায়দার আলি
(C) সিন্ধিয়া
(D) টিপু সুলতান
Ans-(D) টিপু সুলতান

54. দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?
(A) সুজা-উদ-দৌল্লা
(B) মীরণ বাহাদুর
(C) নাজিম-উদ-দৌল্লা
(D) ফারুকশিয়ার
Ans-(C) নাজিম-উদ-দৌল্লা
(নাজিম-উদ-দৌল্লা ছিলেন মীরজাফরের পুত্র)

55. দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) ভ্যান্সিটার্ট
(D) লর্ড নর্থব্রুক
Ans-(A) রবার্ট ক্লাইভ (বাংলার প্রথম গভর্নর)
(1765 খ্রিস্টাব্দে বাংলা-সুবার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর (প্রথম) ছিলেন রবার্ট ক্লাইভ।এই সময় বাংলার নবাব ছিলেন মীরজাফরের পুত্র নাজিম-উদ-দৌল্লা)।

56. মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কবে?
(A) 1766 খ্রিস্টাব্দের 12 ই সেপ্টেম্বর
(B) 1765 খ্রিস্টাব্দের 12 ই আগস্ট
(C) 1772 খ্রিস্টাব্দের 15 ই ডিসেম্বর
(D) 1773 সালের 16 ই আগস্ট
Ans-(B) 1765 খ্রিস্টাব্দের 12 ই আগস্ট
(1765 খ্রিস্টাব্দের 12 ই আগস্ট বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে (রবার্ট ক্লাইভের নেতৃত্বে) বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে লাভ করেছিলেন)।

57. এলাহবাদের প্রথম সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1765 সালে
(B) 1764 সালে
(C) 1772 সালে
(D) 1763 সালে
Ans-(A) 1765 সালে
(এলাহবাদের প্রথম সন্ধি 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভ ও বক্সারের যুদ্ধে (1764) পরাজিত অযোধ্যার নবাব সুজা-উদ-দৌল্লার মধ্যে স্বাক্ষরিত হয়)।

58. এলাহবাদের দ্বিতীয় সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1765 সালে
(B) 1764 সালে
(C) 1772 সালে
(D) 1763 সালে
Ans-(A) 1765 সালে
(ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম সেনাপতি রবার্ট ক্লাইভ এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে 1765 খ্রিস্টাব্দে এলাহবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়)।

59. দ্বৈতশাসন ব্যবস্থা চালু ছিল-
(A) 1764 – 1770 খ্রিস্টাব্দ পর্যন্ত
(B) 1765 – 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত
(C) 1763 – 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত
(D) 1765 – 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত
Ans-(D) 1765 – 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত

60. 76’এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
(A) লর্ড কার্টিয়ার
(B) লর্ড হেস্টিংস
(C) ভ্যান্সিটার্ট
(D) লর্ড নর্থব্রুক
Ans-(A) লর্ড কার্টিয়ার (1769 -1772)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.