পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
41. A. বাংলার দ্বৈত শাসনে কোম্পানি দায়িত্ব ছাড়া সব ক্ষমতা পেত।
R. এই শাসনে বাংলার নবাবের দায়িত্ব,ক্ষমতা কিছুই রইলো না।
(A) A এবং R দুটোই ঠিক
(B) A ঠিক কিন্ত R ভুল
(C) A ঠিক এবং R হলো A এর কারণ
(D) A ঠিক কিন্ত R, A এর কারণ নয়
42. কলকাতা নগরীর পত্তন হয় কবে?
(A) 1680 খ্রিস্টাব্দের 15 ই আগস্ট
(B) 1690 খ্রিস্টাব্দের 1 লা সেপ্টেম্বর
(C) 1690 খ্রিস্টাব্দের 24 শে আগস্ট
(D) 1616 খ্রিস্টাব্দের 15 ই নভেম্বর
43. পলাশীর যুদ্ধে সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন?
(A) মীরমোদন
(B) মোহনলাল
(C) উমিচাঁদ
(D) মীরজাফর
44. সিরাজ-উদ-দৌল্লা কবে হত্যা করা হয়?
(A) 1757 সালের 2 রা জুলাই
(B) 1757 সালের 2 রা অক্টোবর
(C) 1757 সালের 2 রা নভেম্বর
(D) 1757 সালের 2 রা সেপ্টেম্বর
45. কত সালে মীরকাসিমকে বাংলার নবাব পদে আসীন করা হয়?
(A) 1757 সালে
(B) 1760 সালে
(C) 1759 সালে
(D) 1762 সালে
46. 1757 খ্রিস্টাব্দের 9 ই ফেব্রুয়ারি সিরাজ-উদ-দৌল্লা ও ইংরেজদের মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়?
(A) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(B) ম্যাঙ্গালোরের সন্ধি
(C) A & B একটিও নয়
(D) অলিনগরের সন্ধি
47. মীরকাসিমের রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত হয় কবে?
(A) 1757 সালে
(B) 1762 সালে
(C) 1763 সালে
(D) 1759 সালে
48. বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন?
(A) মেজর হেক্টর মনরো
(B) হিউরোজ
(C) লর্ড ওয়ারেন হেস্টিংস
(D) রবার্ট ক্লাইভ
49. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(A) 1760 সালে
(B) 1764 সালে
(C) 1763 সালে
(D) 1765 সালে
50. বাংলা-বিহার ও উড়িষ্যা থেকে কে দস্তক প্রথা তুলে দেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) মীরকাসিম
(C) রবার্ট ক্লাইভ
(D) স্যার জন পিটার গ্র্যান্ট