পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
31. “Masked System” (দ্বৈত শাসন ব্যবস্থা)- চালু হয় কত সালে?
(A) 1765 সালে
(B) 1772 সালে
(C) 1764 সালে
(D) 1769 সালে
32. “Masked System” (দ্বৈত শাসন ব্যবস্থা)- উঠে যায় কবে?
(A) 1765 সালে
(B) 1772 সালে
(C) 1764 সালে
(D) 1769 সালে
33. দস্তক প্রথার অবসান ঘটান কে?
(A) ভ্যান্সিটার্ট
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কার্টিয়ার
(D) মীরকাসিম
34. 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার পান কার কাছ থেকে?
(A) ফারুক শিয়ারের কাছ থেকে
(B) ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে
(C) রানী এলিজাবেথের কাছ থেকে
(D) বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি উইলিয়াম পিটের কাছ থেকে
35. 1664 সালে কোলবার্টের উদ্যোগে প্যারিসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়।কোলবার্ট কে ছিলেন?
(A) ষোড়শ লুইয়ের আইনমন্ত্রী
(B) ষোড়শ লুইয়ের বাণিজ্যমন্ত্রী
(C) ষোড়শ লুইয়ের প্রধানমন্ত্রী
(D) ষোড়শ লুইয়ের অর্থসচিব
36. বাংলার চুচুড়াতে ডাচ্ বা ওলন্দাজরা আর শ্রীরামপুরে করা বাণিজ্যকেন্দ্র গড়ে তোলেন?
(A) ফরাসিরা
(B) পর্তুগীজরা
(C) দিনেমাররা
(D) ইতালীয়রা
37. চন্দন নগরে ফরাসীরা আর ব্যান্ডেলে করা বাণিজ্যকেন্দ্র গড়ে তোলেন?
(A) ফরাসিরা
(B) পর্তুগীজরা
(C) দিনেমাররা
(D) ইতালীয়রা
38. কোন আইনে কোম্পানির “বোর্ড অফ কন্ট্রোল”- গঠিত হয়?
(A) 1733 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে
(B) 1773 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে
(C) 1784 সালের স্যার উইলিয়াম পিটের ভারত শাসন আইন অনুসারে
(D) 1813 সালের সনদ আইনের মাধ্যমে
39. ক্লেভারিন, বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস- এদের মধ্যে আলাদা কোনটি?
(A) ক্লেভারিন
(B) ওয়ারেন হেস্টিংস
(C) ফিলিপ ফ্রান্সিস
(D) বারওয়েল
40. ইয়ার লতিফ, জগৎ শেঠ, মীরমোদন, উমিচাঁদ- আলাদা কোনটি?
(A) মীরমোদন
(B) উমিচাঁদ
(C) ইয়ার লতিফ
(D) জগৎ শেঠ,