পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
21. মহারাজা নন্দ কুমারকে ফাঁসি দেন কে?
(A) স্যার এলিজা ইম্পে
(B) রবার্ট ক্লাইভ
(C) ক্লেভারিন
(D) ফিলিপ ফ্রান্সিপ
22. কবে কোন চুক্তির দ্বারা কোম্পানির কর্মচারীরা 9% শুল্ক দিতে বাধ্য থাকবে?
(A) 1764 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(B) 1763 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(C) 1762 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(D) 1784 সালের ম্যাঙ্গালোরের চুক্তি দ্বারা
23. মীরকাসিম কত সালে অন্ত:শুল্ক তুলে দেন?
(A) 1762 সালে
(B) 1761 সালে
(C) 1760 সালে
(D) 1763 সালে
24. কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ হয় কত সালে?
(A) 1762 সালে
(B) 1767 সালে
(C) 1760 সালে
(D) 1764 সালে
25. কোম্পানি বাংলার নিজামতের দায়িত্ব পান কবে?
(A) 1766 সালে
(B) 1765 সালে
(C) 1772 সালে
(D) 1763 সালে
26. মীরকাসিমের সেনাধ্যক্ষ সমরু ছিলেন ফরাসি,আর মার্কার কোথাকার ছিলেন?
(A) ওলন্দাজ
(B) ব্রিটেনের
(C) ইতালির
(D) আর্মেনিয়
27. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
(A) 1602 সালে
(B) 1600 সালে
(C) 1599 সালে
(D) 1674 সালে
28. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে গঠিত হয়।কোথায় গঠিত হয়?
(A) নেলকোতে
(B) আমস্টারডামে
(C) ব্রিসবেনে
(D) চন্দন নগরে
29. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় কত সালে?
(A) 1602 সালে
(B) 1600 সালে
(C) 1599 সালে
(D) 1674 সালে
30. কত সালে প্যারিসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
(A) 1601 সালে
(B) 1674 সালে
(C) 1664 সালে
(D) 1604 সালে