পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা

21. মহারাজা নন্দ কুমারকে ফাঁসি দেন কে?
(A) স্যার এলিজা ইম্পে
(B) রবার্ট ক্লাইভ
(C) ক্লেভারিন
(D) ফিলিপ ফ্রান্সিপ

Ans-(A) স্যার এলিজা ইম্পে
(স্যার এলিজা ইম্পে হলেন সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতি।তিনি জালিয়াতির অভিযোগে মহারাজা নন্দকুমারকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন।যদিও এই জালিয়াতি নিঃসন্দেহে প্রমাণিত হয় নি এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে জালিয়াতির অভিযোগে প্রাণদণ্ড হতো না।ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে কিছু উৎকোচ প্রদানের মধ্যে দিয়ে 13 দিনের গোপন বিচার সেরে এই হুকুম করেন।
* জালিয়াতির অভিযোগে ফাঁসির হুকুম দিয়েছিলেন 1775 খ্রিস্টাব্দে।
* এই হত্যাকাণ্ডকে “বিচার বিভাগীয় হত্যাকাণ্ড”- বলে অনেকে অভিহিত করেন)।

22. কবে কোন চুক্তির দ্বারা কোম্পানির কর্মচারীরা 9% শুল্ক দিতে বাধ্য থাকবে?
(A) 1764 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(B) 1763 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(C) 1762 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(D) 1784 সালের ম্যাঙ্গালোরের চুক্তি দ্বারা
Ans-(C) 1762 সালের মুঙ্গের চুক্তি দ্বারা
(1762 সালের মুঙ্গের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মীরকাসিম ও ইংরেজ গভর্নর জেনারেল ভ্যান্সিটার্টের মধ্যে)।

23. মীরকাসিম কত সালে অন্ত:শুল্ক তুলে দেন?
(A) 1762 সালে
(B) 1761 সালে
(C) 1760 সালে
(D) 1763 সালে
Ans-(D) 1763 সালে
(1763 সালের 17 ই মার্চ ভারতীয় বণিকদের উপর থেকে মীরকাসিম অন্ত:শুল্ক তুলে দেন)।

24. কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ হয় কত সালে?
(A) 1762 সালে
(B) 1767 সালে
(C) 1760 সালে
(D) 1764 সালে
Ans-(B) 1767 সালে

25. কোম্পানি বাংলার নিজামতের দায়িত্ব পান কবে?
(A) 1766 সালে
(B) 1765 সালে
(C) 1772 সালে
(D) 1763 সালে
Ans-(C) 1772 সালে
(দ্বৈত শাসন ব্যবস্থা অবসানের পর কোম্পানি বাংলায় নিজামতের দায়িত্ব পান)।

26. মীরকাসিমের সেনাধ্যক্ষ সমরু ছিলেন ফরাসি,আর মার্কার কোথাকার ছিলেন?
(A) ওলন্দাজ
(B) ব্রিটেনের
(C) ইতালির
(D) আর্মেনিয়
Ans-(D) আর্মেনিয়
(মীরকাসিমের আর একজন সেনাধ্যক্ষ ছিলেন তার নাম হলো জেন্টিল)।

27. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
(A) 1602 সালে
(B) 1600 সালে
(C) 1599 সালে
(D) 1674 সালে
Ans-(A) 1602 সালে
(ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1602 সালে হল্যান্ডের আমস্টারডামে)

28. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে গঠিত হয়।কোথায় গঠিত হয়?
(A) নেলকোতে
(B) আমস্টারডামে
(C) ব্রিসবেনে
(D) চন্দন নগরে
Ans-(B) আমস্টারডামে
(আমস্টারডাম হলো হল্যান্ড বা নেদারল্যান্ডসে।হল্যান্ড বাসীদের ডাচ্ বা ওলান্দাজ বলা হয়)।

29. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় কত সালে?
(A) 1602 সালে
(B) 1600 সালে
(C) 1599 সালে
(D) 1674 সালে
Ans-(B) 1600 সালে
(রানী এলিজাবেথের কাছ থেকে)।

30. কত সালে প্যারিসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
(A) 1601 সালে
(B) 1674 সালে
(C) 1664 সালে
(D) 1604 সালে
Ans-(C) 1664 সালে
(ফরাসি রাজা ষোড়শ লুইয়ের অর্থসচিব কোলবার্টের উদ্যোগে 1664 সালে প্যারিসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.