পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
11. “সিরাজের অহমিকা ও অর্থলোভ কোম্পানির সাথে বিরোধের মূল কারণ”- কে বলেন?
(A) S.C. হিল
(B) অক্ষয় কুমার মৈত্রী
(C) রজনীকান্ত রায়
(D) None of the above
12. “পলাশীর ষড়যন্ত্র ও সেকালের সমাজ”- গ্রন্থটির লেখক কে?
(A) S.C. হিল
(B) অক্ষয় কুমার মৈত্রী
(C) রজনীকান্ত রায়
(D) ঈশ্বরী প্রসাদ
13. কোন যুদ্ধের পর ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চূড়ান্ত ভাবে পরাজিত হন?
(A) পলাশী যুদ্ধের পর
(B) বক্সারের যুদ্ধের পর
(C) অস্টি করগাঁও-এর যুদ্ধের পর
(D) বিদোরের যুদ্ধের পর
14. বিদোরের যুদ্ধের পর ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চূড়ান্ত ভাবে পরাজিত হয়।এই যুদ্ধ ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
(A) চুচুড়া ও শ্রীরামপুরের মাঝখানে
(B) শ্রীরামপুর ও চন্দন নগরের মাঝখানে
(C) চুচুড়া ও চন্দন নগরের মাঝখানে
(D) শ্রীরামপুর ও গোয়ার মাঝখানে
15. মীরকাসিমকে বাংলার নবাব করেন কে?
(A) ইংল্যান্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
(B) ভ্যান্সিটার্ট
(C) রবার্ট ক্লাইভ
(D) তৎকালীন বাংলার জনগণ
16. মীরকাসিম মারা যান কত সালে?
(A) 1764 সালে
(B) 1774 সালে
(C) 1773 সালে
(D) 1777 সালে
17. মীরজাফর কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান?
(A) জলাতঙ্ক রোগে
(B) আমাশয় রোগে
(C) কুষ্ঠ রোগে
(D) রক্তাল্পতা রোগে
18. 1774 সালে কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়।সুপ্রিমকোর্টের অপর নাম কি?
(A) লেজিস লেটিভ কোর্ট
(B) ইম্পিরিয়াল কোর্ট
(C) ন্যায় বিচারের কোর্ট
(D) উচ্চ আদালত কোর্ট
19. পিটের ভারত শাসন আইন (1784) কত সালে বলবৎ হয়?
(A) 1785 সালের 1 লা জানুয়ারি
(B) 1784 সালের 1 লা অক্টোবর
(C) 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে
(D) 1786 সালের 1 লা নভেম্বর
20. মাদ্রাজ ও বোম্বাইতে সুপ্রিমকোর্ট কত সালে স্থাপিত হয়?
(A) 1774 ও 1801 সালে
(B) 1773 ও 1823 সালে
(C) 1793 ও 1805 সালে
(D) 1801 ও 1823 সালে