পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা
আধুনিক ভারতের ইতিহাস জিকের এই section টিতে পাবেন পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা পর্বের মোট 80 টি GK প্রশ্ন।
1.পলাশীর যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
(A) গঙ্গা নদীর তীরে
(B) ভাগীরথী নদীর তীরে
(C) গোদাবরী নদীর তীরে
(D) যমুনা নদীর তীরে
2.পলাশীর যুদ্ধে কতজন ইংরেজ সৈন্য মারা যায়?
(A) 379 জন
(B) 23 জন
(C) 46 জন
(D) 123 জন
3.রবার্ট ক্লাইভ প্রথম বার কত সালে দেশে ফিরে যান?
(A) 1774 সালে
(B) 1765 সালে
(C) 1764 সালে
(D) 1760 সালে
4.রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন কবে?
(A) 1774 সালে
(B) 1765 সালে
(C) 1764 সালে
(D) 1760 সালে
5.সিরাজ-উদ-দৌল্লার পিতা কোথাকার শাসক ছিলেন?
(A) উড়িষ্যার
(B) বাংলার
(C) বিহারের
(D) সাশারামের
6.কত সালে সিরাজের পিতা মারা যান?
(A) 1740 সালে
(B) 1742 সালে
(C) 1748 সালে
(D) 1756 সালে
7.সিরাজের ছোট মাসির নাম কি?
(A) ঘসেটি বেগম
(B) আমিনা বেগম
(C) আর্জুবাণু বেগম
(D) মনিরা বেগম
8.খোঁজা ওয়াজিদ কে ছিলেন?
(A) সিরাজের প্রধান পরামর্শদাতা
(B) বাংলায় বাণিজ্যরত ফরাসি শিল্পপতি
(C) বাংলায় বাণিজ্যরত একজন ডাচ্ শিল্পপতি
(D) বাংলায় বাণিজ্যরত একজন আর্মেনিয় বণিক
9.আলিবর্দী খাঁ সিরাজকে কত সালে বাংলার নবাব হিসেবে বা উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন?
(A) 1752 সালে
(B) 1755 সালে
(C) 1756 সালে
(D) 1757 সালে
10.”অন্ধকূপ হত্যা-অতিরঞ্জন”- কথাটি কে বলেন?
(A) S.C. হিল
(B) রজতকান্ত রায়
(C) অক্ষয় কুমার মৈত্রী
(D) হলওয়েল