বিভিন্ন তরল ও তাদের pH এর মান

11. Plant Growth এর জন্য pH Value কত প্রয়োজন?
(A) 8
(B) 7.5
(C) 7
(D) 6.5

Ans-(C) 7 (Close to 7)।

12. মাটি যদি খুব অ্যাসিডিক হয়ে যায় তাহলে কি ব্যবহার করা হয়?
(A) quick lime & Slaked lime
(B) Hidrocloric Acid & Hidronium
(C) Magnesium & Acidic Acid
(D) Calcium & Magnesium
Ans-(A) quick lime & Slaked lime
(quick lime মানে হচ্ছে Cao (ক্যালসিয়াম অক্সাইড) এবং Slaked lime মানে হচ্ছে Ca(OH)2 (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
* জমির উর্বরতা কমে গেলেও এই দুটি ব্যবহার করা হয়)।

13. খাবার আগে Saliva (লালারস) এর pH Value কত?
(A) 7
(B) 7.5
(C) 7.4
(D) 6.5
Ans-(C) 7.4
(এটি ক্ষারীয়)।

14. খাবার পরে Saliva (লালারস) এর pH Value কত?
(A) 5.8
(B) 7.5
(C) 7.4
(D) 6.5
Ans-(A) 5.8

15. রক্তের (Human Blood) pH Value কত?
(A) 5.8
(B) 7.5
(C) 7.4
(D) 6.5
Ans-(C) 7.4

16. ডিমের (Eggs) pH Value কত?
(A) 5.8
(B) 7.8
(C) 7.4
(D) 6.5
Ans-(B) 7.8

17. টুথপেস্টের pH value কতো হয়?
(A) 5.8
(B) 8
(C) 7.4
(D) 6.5
Ans-(B) 8
(টুথপেস্ট ক্ষারীয় হয়।কারণ দাঁতের উপর অ্যাসিডিটির প্রভাব যাতে না পড়ে। এই জন্য ক্ষারীয় রাখা হয়)।

18. বেকিং সোডার pH value কত?
(A) 5.8
(B) 8
(C) 6.4
(D) 8.5
Ans-(D) 8.5

19. ওয়াশিং সোডা (Solution) তরলের pH value কত?
(A) 9.3
(B) 9.1
(C) 9
(D) 8.1
Ans-(C) 9
(এই সোডা দিয়ে আমরা কাপড় কাচি)।

20. Milk of Magnesium এর pH value কত?
(A) 10.5
(B) 9.1
(C) 9
(D) 8.1
Ans-(A) 10.5
(এটা অত্যন্ত ক্ষারীয় হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.