Ans-(A) 7
(pH হচ্ছে একটি Scale যার সাহায্যে মাপা হয় কোনো Solution (তরল) অ্যাসিডিক না ক্ষারীয় এই Scale 0 – 14 পর্যন্ত হয়।যদি কোনো তরলের pH 7 হয় তাহলে সেটি Neutral হয়।অর্থাৎ সেই তরলটি ক্ষারীয়ও নয় আবার অ্যাসিডিকও নয়।যেমন সাধারণ জল।তবে সমুদ্র জল হালকা ক্ষারীয় হয় এবং সমুদ্রের জলের pH 8.4 হয়।* কোনো তরলের pH 7 এর নিচে এলে Acidic হয় এবং 7 এর উপরে গেলে Basic (ক্ষারীয়) হয়।* Water এর pH 7 বা Neutral হয় কারণ 25° সেন্টিগ্রেডে অর্থাৎ Room Temperature জলের যে pH হয় তাতে Hidronium inos Concentration এবং OH (হাইড্রোক্সিল আয়ন) এর Concentration Equal হয়।Equal হয় বলেই Hidronium inos এর ph -7 এবং হাইড্রোক্সিল আয়নের pH -7 হয়।ফলে একটা অপরটাকে ক্রস করে দেয়।এই কারণে Pure Water এর pH 7 হয়)।
Ans-(C) 1
(একটা কথা মনে রাখবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের pH 0 থেকে 1.2 এর মধ্য Vary করে।
মনে রাখবে 7 থেকে যত 0 (জিরো) এর দিকে যাবে ততো অ্যাসিডিক হবে এবং 7 থেকে যত উপরের দিকে গেলে ক্ষারত্ব বৃদ্ধি পাবে।)।
4.পাকস্থলীর রসের বা গ্যাস্ট্রিকের pH value কত?
(A) 2
(B) 1.4
(C) 8
(D) 3.4