পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন
61.একটি কৃত্রিম উপায়ে তৈরি নিষ্ক্রিয় গ্যাস হলো-
(A) Uuo
(B) Kr
(C) Ce
(D) Rn
62.নিচের কোন ধাতুগুলি ঘরের উষ্ণতায় তরল?
(A) ব্রোমিন
(B) পারদ
(C) গ্যালিয়াম
(D) B & C সঠিক
63.Co কোন গ্রূপে অবস্থান করে?
(A) 10
(B) 12
(C) 9
(D) 11
64.চালকোজেন গ্রূপের প্রথম মৌলটির নাম কি?
(A) O
(B) F
(C) N
(D) C
65.ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা 20 ক্যালসিয়ামের রাসায়নিক সমজ্জস্য কার সঙ্ঘে থাকবে?
(A) 12
(B) 19
(C) 21
(D) 38
66.ধাতুকল্প গুলি কতো নম্বর ব্লকে অবস্থান করে?
(A) P Block
(B) D Block
(C) C Block
(D) B Block
67.ইউরেনিয়াম কতো নম্বর ব্লকে অবস্থান করে?
(A) P Block
(B) F block
(C) C Block
(D) B Block
68.নিচের কোন ক্ষেত্রে যোজক ইলেক্ট্রন সংখ্যা বাড়বে?
(A) P to Ar
(B) Ar to P
(C) P to Na
(D) Ar to Na
69.ইলেক্ট্রন কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়?
(A) I to F
(B) F to I
(C) Cl to F
(D) K to He
70.ইলেক্ট্রন নেগেটিভিটি কোন মৌলের সব থেকে বেশি?
(A) F
(B) Cl
(C) H
(D) He