পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন

61.একটি কৃত্রিম উপায়ে তৈরি নিষ্ক্রিয় গ্যাস হলো-
(A) Uuo
(B) Kr
(C) Ce
(D) Rn

Ans- (A) Uuo(Unnm Octium এর আ্যাটোমিক নাম্বার 118, মনে রাখবে আধুনিক পর্যায় সারণিতে মোট নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 7টা তার মধ্যে এই unnm octium হলো কৃত্রিম উপায়ে তৈরি গ্যাস আর বাকি 6টা প্রাকৃতিক গ্যাস । হিলিয়াম, নিয়ন , আর্গণ, ক্রিপ্টোন আর জিয়ন)।

62.নিচের কোন ধাতুগুলি ঘরের উষ্ণতায় তরল?
(A) ব্রোমিন
(B) পারদ
(C) গ্যালিয়াম
(D) B & C সঠিক

Ans- (D) B & C সঠিক

63.Co কোন গ্রূপে অবস্থান করে?
(A) 10
(B) 12
(C) 9
(D) 11

Ans- (C) 9

64.চালকোজেন গ্রূপের প্রথম মৌলটির নাম কি?
(A) O
(B) F
(C) N
(D) C

Ans- (A) O (16 নাম্বার গ্রুপকে চালকোজেন গ্রুপ বলে আর চালকোজেন গ্রুপের প্রথম মৌল অক্সিজেন যার আ্যাটোমিক নাম্বার 8)।

65.ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা 20 ক্যালসিয়ামের রাসায়নিক সমজ্জস‌্য কার সঙ্ঘে থাকবে?
(A) 12
(B) 19
(C) 21
(D) 38

Ans- (A) 12

66.ধাতুকল্প গুলি কতো নম্বর ব্লকে অবস্থান করে?
(A) P Block
(B) D Block
(C) C Block
(D) B Block

Ans- (A) P Block

67.ইউরেনিয়াম কতো নম্বর ব্লকে অবস্থান করে?
(A) P Block
(B) F block
(C) C Block
(D) B Block

Ans- (B) F block

68.নিচের কোন ক্ষেত্রে যোজক ইলেক্ট্রন সংখ্যা বাড়বে?
(A) P to Ar
(B) Ar to P
(C) P to Na
(D) Ar to Na

Ans- (A) P to Ar

69.ইলেক্ট্রন কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়?
(A) I to F
(B) F to I
(C) Cl to F
(D) K to He

Ans- (B) F to I ( ইলেক্ট্রন কক্ষপথের সংখ্যা up- dowen বৃদ্ধি পায়)।

70.ইলেক্ট্রন নেগেটিভিটি কোন মৌলের সব থেকে বেশি?
(A) F
(B) Cl
(C) H
(D) He

Ans- (A) F

  
  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.