Ans- (C) 56 (আ্যটোমিক নম্বর বা পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত, আর এর দ্বিগুণ করলেই পাওয়া যাবে আ্যটোমিক Mass বা পারমাণবিক ভর আর পারমাণবিক ভর যোগ করলেই পাবে আণবিক ভর অর্থাৎ ক্যালসিয়ামের (Ca) এর আ্যটোমিক নম্বর 20 তার সাথে 2 গুন করলেই হবে 40 এই 40 হলো ক্যালসিয়ামের পারমাণবিক ভর আর অক্সিজেনের আ্যটোমিক নম্বর 8 তার দ্বিগুন 16 অর্থাৎ 40+16=56)।
Ans- (A) 56 (ম্যাগনেসিয়ামের আ্যটোমিক নম্বর 12 তার দ্বিগুন 24 আর O2 মানে অক্সিজেন পরমাণু দুটো আছে তার মানে 32, একটা হলে 16 হত অর্থাৎ 24+32=56)।
45.No এর আণবিক ভর কত? (A) 33 (B) 30 (C) 56 (D) 54
Ans- (B) 30 (নাইট্রোজেন মনোঅক্সাইড(No)এর আ্যটোমিক নম্বর 7 তার সাথে দুই গুন করলে হবে 14 যা নাইট্রোজেন মনোঅক্সাইডের ভর। তার সাথে অক্সিজেনের পারমাণবিক ভর 16 যোগকরলে হবে 14+16=30)।