পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন

41.হ্যালোজেন মৌল গুলির মধ্যে কঠিন হ্যালোজেন?
(A) আয়োডিন
(B) নিকেল
(C) কোবাল্ট
(D) সবকয়টি

Ans- (A) আয়োডিন

42.রেফ্রিজারেটর ব্যবহৃত কুলিং এজেন্ট এর নাম কি?
(A) Frien
(B) Feon
(C) From
(D) Chlorine

Ans- (B) Feon
(এর রাসায়নিক নাম ড্রাইক্লোরো ড্রাইফ্লোরো মিথেন)।

43.CaO (ক্যালসিয়াম অক্সিয়েড)এর আণবিক ভর কত?
(A) 66
(B) 54
(C) 56
(D) 65

Ans- (C) 56
(আ্যটোমিক নম্বর বা পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত, আর এর দ্বিগুণ করলেই পাওয়া যাবে আ্যটোমিক Mass বা পারমাণবিক ভর আর পারমাণবিক ভর যোগ করলেই পাবে আণবিক ভর অর্থাৎ ক্যালসিয়ামের (Ca) এর আ্যটোমিক নম্বর 20 তার সাথে 2 গুন করলেই হবে 40 এই 40 হলো ক্যালসিয়ামের পারমাণবিক ভর আর অক্সিজেনের আ্যটোমিক নম্বর 8 তার দ্বিগুন 16
অর্থাৎ 40+16=56)।

44.Mgo2 এর আণবিক ভর কত?
(A) 56
(B) 57
(C) 18
(D) 54

Ans- (A) 56
(ম্যাগনেসিয়ামের আ্যটোমিক নম্বর 12 তার দ্বিগুন 24 আর O2 মানে অক্সিজেন পরমাণু দুটো আছে তার মানে 32, একটা হলে 16 হত অর্থাৎ 24+32=56)।

45.No এর আণবিক ভর কত?
(A) 33
(B) 30
(C) 56
(D) 54

Ans- (B) 30
(নাইট্রোজেন মনোঅক্সাইড(No)এর আ্যটোমিক নম্বর 7 তার সাথে দুই গুন করলে হবে 14 যা নাইট্রোজেন মনোঅক্সাইডের ভর। তার সাথে অক্সিজেনের পারমাণবিক ভর 16 যোগকরলে হবে 14+16=30)।

46.Fe(লোহা) এর পারমাণবিক ভর কত?
(A) 67
(B) 54
(C) 56
(D) 58

Ans- (C) 56

47.নীচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস- যার পারমাণবিক সংখ্যা 18
(A) আর্গান
(B) হিলিয়াম
(C) মিথেন
(D) ইথেন

Ans- (A) আর্গান
(প্রথম কক্ষপথে ইলেক্ট্রন আছে 2টি দ্বিতীয় কক্ষপথে 8টি আর তৃতীয় কক্ষপথে 8টি)।

48.কোবাল্ট এর পারমাণবিক ভর কত?
(A) 58.97
(B) 58.67
(C) 58.96
(D) 58.94

Ans- (D) 58.94

49.নিকেলে এর পারমাণবিক ভর কত?
(A) 58.65
(B) 58.67
(C) 58.69
(D) 58.66

Ans- (C) 58.69

50.বেরিয়াম এর পারমাণবিক ভর কত?
(A) 5
(B) 6
(C) 58
(D) 9

Ans- (D) 9

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.