পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন
31.কততম পর্যায়কে লান্থানাইড সিরিজা বলা হয়?
(A) 6th
(B) 5th
(C) 3rd
(D) 1st
32.কততম পর্যায়কে আ্যকটিনাইড সিরিজা বলা হয়?
(A) 6th
(B) 5th
(C) 3rd
(D) 7th
33.ইউরেনিয়াম কোন পর্যায়ে অবস্থিত?
(A) 7th
(B) 5th
(C) 3rd
(D) 6th
34.লান্থানাইড শুরু হয়েছে কোন মৌলকে দিয়ে?
(A) লান্থানাম
(B) লান্থানিন
(C) ল্যানুমোনিয়া
(D) আ্যকটিনাইড
35.পর্যায় সারণির প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?
(A) 8
(B) 9
(C) 5
(D) 19
36.নিচের কোনটি ধাতুকল্প?
(A) সিলিকন(14)
(B) জার্মেনিয়াম(32)
(C) আর্সেনিক(33)
(D) সবকটি
37.সোডিয়াম এর ল্যাটিন নাম কি?
(A) Natrium(Na)
(B) Natreum(Na)
(C) Natryum(Na)
(D) Natriam(Na)
38.পটাশিয়াম এর ল্যাটিন নাম কি?
(A) Kalium(K)
(B) kylium(K)
(C) kelium(K)
(D) keluarm(K)
39.কপার-এর ল্যাটিন নাম কি?
(A) cupper(Cu)
(B) Cuprum(Cu)
(C) cupprum(Cu)
(D) Cupperum(Cu)
40.আয়রন-এর ল্যাটিন নাম কি?
(A) Ferrum(Fe)
(B) Fyrrum(Fr)
(C) Ferum(Fe)
(D) Feerum(Fe)