পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন

31.কততম পর্যায়কে লান্থানাইড সিরিজা বলা হয়?
(A) 6th
(B) 5th
(C) 3rd
(D) 1st

Ans-(A) 6th
(তৃতীয় শ্রেণির অন্তর্গত)।

32.কততম পর্যায়কে আ্যকটিনাইড সিরিজা বলা হয়?
(A) 6th
(B) 5th
(C) 3rd
(D) 7th

Ans-(D) 7th
(তৃতীয় শ্রেণির অন্তর্গত)।

33.ইউরেনিয়াম কোন পর্যায়ে অবস্থিত?
(A) 7th
(B) 5th
(C) 3rd
(D) 6th

Ans-(A) 7th
(আ্যকটিনাইড এর মধ্যে থাকে)।

34.লান্থানাইড শুরু হয়েছে কোন মৌলকে দিয়ে?
(A) লান্থানাম
(B) লান্থানিন
(C) ল‍্যানুমোনিয়া
(D) আ্যকটিনাইড

Ans-(A) লান্থানাম
(শুরু হয়েছে লান্থানাম থেকে আর শেষ লরেন্সিয়াম পর্যন্ত)।

35.পর্যায় সারণির প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?
(A) 8
(B) 9
(C) 5
(D) 19

Ans-(C) 5
(প্রথম বোরন,দ্বিতীয় কার্বন, তৃতীয় নাইট্রোজেন, চতুর্থ অক্সিজেন)।

36.নিচের কোনটি ধাতুকল্প?
(A) সিলিকন(14)
(B) জার্মেনিয়াম(32)
(C) আর্সেনিক(33)
(D) সবকটি

Ans-(D) সবকটি
(এছাড়া আ্যনটিমনি(51),টেলুরিয়ম (52),পেলোনিয়াম(84) এই কয়টি কে Strong Metalloid বা স্পষ্ট ধাতুকল্প বলা হয়।এর মধ্যে সব থেকে রেডিমেটিভ ধাতু হলো পোলোনিয়াম)।

37.সোডিয়াম এর ল্যাটিন নাম কি?
(A) Natrium(Na)
(B) Natreum(Na)
(C) Natryum(Na)
(D) Natriam(Na)

Ans-(A) Natrium(Na)

38.পটাশিয়াম এর ল্যাটিন নাম কি?
(A) Kalium(K)
(B) kylium(K)
(C) kelium(K)
(D) keluarm(K)

Ans-(A) Kalium(K)

39.কপার-এর ল্যাটিন নাম কি?
(A) cupper(Cu)
(B) Cuprum(Cu)
(C) cupprum(Cu)
(D) Cupperum(Cu)

Ans-(B) Cuprum(Cu)

40.আয়রন-এর ল্যাটিন নাম কি?
(A) Ferrum(Fe)
(B) Fyrrum(Fr)
(C) Ferum(Fe)
(D) Feerum(Fe)

Ans-(A) Ferrum(Fe)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.