পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন
21.নিম্ম পর্যায় সারণি থেকে উচ্চ পর্যায় সারণির দিকে গেলে মৌল গুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা?
(A) কমতে থাকে
(B) বাড়তে থাকে
(C) কমবে এবং বাড়বে
(D) কোনো পরিবর্তন হবে না
22.হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় মৌল গুলির থেকে ইলেক্ট্রন সংখ্যা হলো?
(A) 8
(B) 7
(C) 9
(D) 6
23.কোন নিষ্ক্রিয় গ্যাসের যোজক ইলেক্ট্রন সংখ্যা 2
(A) লিথিয়াম
(B) হিলিয়াম
(C) মিথেন
(D) ইথাইল
24.পর্যায় সারণিতে Zig-Zag রেখার বাঁদিকে থাকা মৌল গুলি হলো?
(A) ধাতু
(B) অধাতু
(C) ক্ষার
(D) নিষ্ক্রিয় মৌল
25.যে নিষ্ক্রিয় মৌলের N কক্ষপথ সম্পুন ভর্তি থাকে তার নাম কি?
(A) Radon
(B) Random
(C) Randum
(D) Reason
26.ইলেক্ট্রনের ভূপলেট আছে কোন নিস্ক্রয় গ্যাসে?
(A) হিলিয়াম
(B) লিথিয়াম
(C) ব্রোমিন
(D) বোরন
27.ইউরোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
(A) 92
(B) 86
(C) 32
(D) 16
28.পর্যায় সারণির হালকা দ্বিতীয় মৌল কোনটি?
(A) হিলিয়াম
(B) মিথেন
(C) লিথিয়াম
(D) হাইড্রোজেন
29.পর্যায় সারণির কোন দুটি পর্যায়ে 32টি করে মৌল আছে?
(A) 6th & 7th
(B) 3rd & 4th
(C) 2nd & 1st
(D) কোনটি নয়
30.পর্যায় সারণির সব থেকে ছোট পর্যায় কোনটি?
(A) 1st
(B) 2nd
(C) 3rd
(D) 5th