পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন
11.একটি মৌলের পারমাণবিক সংখ্যা -15 মৌলটি কি ধরনের ?
(A) ইলেক্ট্রনেগেটিভ
(B) ইলেক্ট্রপজেটিভ
(C) ইলেক্ট্রম্যাগনেটিভ
(D) কোনটিই নয়
12.আধুনিক পর্যায় সারণিতে মোট কটি মৌল আছে?
(A) 120
(B) 129
(C) 128
(D) 118
13.পর্যায় সারণিতে প্রথম মেটালয়েড ধাতুকল্পটির নাম কি?
(A) ফ্লোরিন
(B) ব্রোমিন
(C) বোরন
(D) আর্গণ
14.আধুনিক পর্যায় সারণির কোন দুটি গ্রুপে হালকা ধাতু অবস্থান করে।
(A) প্রথম এবং তৃতীয়
(B) দ্বিতীয় এবং চতুর্থ
(C) প্রথম এবং দ্বিতীয়
(D) প্রথম এবং চতুর্থ
15.হাইড্রোজেন এবং ক্ষারীয় ধাতুগুলির মধ্যে সাদৃশ্য কি?
(A) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা-1
(B) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 2
(C) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 3
(D) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 4
16.2 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি
17.13 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি
18.15 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি
19.16 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 6টি
(D) 5টি
20.14 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 6টি
(D) 4টি