পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন

11.একটি মৌলের পারমাণবিক সংখ্যা -15 মৌলটি কি ধরনের ?
(A) ইলেক্ট্রনেগেটিভ
(B) ইলেক্ট্রপজেটিভ
(C) ইলেক্ট্রম্যাগনেটিভ
(D) কোনটিই নয়

Ans-(A) ইলেক্ট্রনেগেটিভ
(যখন কোনো মৌল ইলেক্ট্রনকে নিচ্ছে তখন সেটা হবে ইলেক্ট্রনেগেটিভ আর ইলেক্ট্রনকে দিলে হবে ইলেক্ট্রনপজেটিভ)।

12.আধুনিক পর্যায় সারণিতে মোট কটি মৌল আছে?
(A) 120
(B) 129
(C) 128
(D) 118

Ans-(D) 118

13.পর্যায় সারণিতে প্রথম মেটালয়েড ধাতুকল্পটির নাম কি?
(A) ফ্লোরিন
(B) ব্রোমিন
(C) বোরন
(D) আর্গণ

Ans-(C) বোরন
(বোরনের আ্যটোমিক নম্বর- 5)।

14.আধুনিক পর্যায় সারণির কোন দুটি গ্রুপে হালকা ধাতু অবস্থান করে।
(A) প্রথম এবং তৃতীয়
(B) দ্বিতীয় এবং চতুর্থ
(C) প্রথম এবং দ্বিতীয়
(D) প্রথম এবং চতুর্থ

Ans-(B) দ্বিতীয় এবং চতুর্থ (সবথেকে হালকা ধাতু লিথিয়াম যার আ্যটোমিক নম্বর- 3 যা প্রথম এবং দ্বিতীয় গ্রুপে অবস্থান করে)।

15.হাইড্রোজেন এবং ক্ষারীয় ধাতুগুলির মধ্যে সাদৃশ্য কি?
(A) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা-1
(B) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 2
(C) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 3
(D) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 4

Ans-(A) উভয়েরই যোজক ইলেক্ট্রন সংখ্যা- 1
(অর্থাৎ উভয়েরই শেষ কক্ষপথে 1টি করে ইলেক্ট্রন থাকে)।

16.2 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি

Ans-(A) 2টি
(যোজক ইলেক্ট্রন হলো শেষ কক্ষপথে কতগুলো ইলেক্ট্রন আছে)।

17.13 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি

Ans-(B) 3টি

18.15 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি

Ans-(D) 5টি

19.16 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 6টি
(D) 5টি

Ans-(C) 6টি

20.14 নং শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেক্ট্রন সংখ্যা কত?
(A) 2টি
(B) 3টি
(C) 6টি
(D) 4টি

Ans-(D) 4টি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.