11). নীচের কোনটি ডোবারনিয়ারে ট্রায়াড (Triad)?
(A) Li, Na, K
(B) Li, K, Be
(C) Li, Ca, Cl
(D) Na, Sr, Br
Ans-(A) Li, Na, K (লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম)।
12). ডোবারনিয়ারের ট্রায়াড(Triad) -এর প্রথম ও তৃতীয় মৌল ফসফরাস এবং এন্টিমনি হলে দ্বিতীয় মৌল কোনটি?
(A) ক্যালসিয়াম
(B) সালফার
(C) আয়োডিন
(D) আর্সেনিক
Ans-(D) আর্সেনিক
(সালফারের Atomic Mass হলো – 31, আর এন্টিমনির Atomic Mass হলো – 122.
* ডোবারনিয়ারের মতে প্রথম ও তৃতীয় মৌলের যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলেই দ্বিতীয় মৌলটি পাওয়া যাবে।
অর্থাৎ 31 + 122/2
153/2
76.5
আমরা জানি আর্সেনিকের Atomic Mass হলো 74
কিন্তু ডোবারনিয়ারের ট্রায়াড পুরোপুরি মেলেনি।তাই স্বাভাবিক ভাবেই তোমাদের Answer হয়ে যাবে আর্সেনিক)।
13). নীচের কোনটিকে ডোবারনিয়ার প্রথম “ক্যাটলিস্ট”- রূপে পর্যবেক্ষণ করে ছিলেন?
(A) Au
(B) Ni
(C) Pt
(D) Ag
Ans-(C) Pt (প্লাটিনাম)
(“ক্যাটলিস্ট”- শব্দের অর্থ পজিটিভ (+ve) অনুঘটক।
* 1823 সালে প্লাটিনাম (Pt) যে একটি ক্যাটলিস্ট তা আবিস্কার করেন)।
15). মেন্ডেলিভের পর্যায় সরণী নীচের কোনটির উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো?
(A) ক্রমবর্ধমান পারমাণবিক ভরের উপর ভিত্তি করে
(B) ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে
(C) ক্রমহ্রাসমান পারমাণবিক ভরের উপর ভিত্তি করে
(D) ক্রমহ্রাসমান পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে
Ans-(A) ক্রমবর্ধমান পারমাণবিক ভরের উপর ভিত্তি করে
16). মেন্ডেলিফের (মেন্ডেলিভ) সময় কতগুলি প্রাকৃতিক মৌলের সংখ্যা জানা ছিলো?
(A) 56 টি
(B) 65 টি
(C) 66 টি
(D) 63 টি
Ans-(D) 63 টি
(মেন্ডেলিভ যখন কাজ শুরু করেছিলেন তখন মৌলের সংখ্যা ছিলো 63 টি।
* মেন্ডেলিভ Modern Periodic Table দেন 1869 সালে।
* মেন্ডেলিভ হাইড্রোজেন + অক্সিজেন এই দুটো মৌলের সাথে মৌলগুলির যে রিয়াকশান তার উপর বেস করে হাইড্রোজেন ও অক্সাইডের দুটো আলাদা আলাদা টেবিল তৈরি করেন)।
17). মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু ফাঁকা স্থান রাখা হয়েছিলো যাতে পরবর্তীকালে নীচের কোন মৌলগুলির একটাকে ঐ সারণীতে স্থান দিতে পারে?
(A) Ge
(B) Fe
(C) Ca
(D) Mg
Ans-(A) Ge (জার্মেনিয়াম)
(মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু জার্মেনিয়াম ছিলো না, তার নাম ছিলো একা সিলিকন (Eka Silicon) যদিও এই নামটি তিনিই দেন।পরবর্তীকালে Eka Silicon এর নাম হয় জার্মেনিয়াম (Ge)।
18). মেন্ডেলিভের পর্যায় সারণিতে কতগুলি শ্রেণী ও কতগুলি পর্যায় ছিলো?
(A) 7 টি পর্যায় এবং 8 টি শ্রেণী
(B) 8 টি পর্যায় এবং 7 টি শ্রেণী
(C) 9 টি পর্যায় এবং 18 টি শ্রেণী
(D) 7 টি পর্যায় এবং 7 টি শ্রেণী
Ans-(A) 7 টি পর্যায় এবং 8 টি শ্রেণী
(মনে রাখবে 8 টি শ্রেণীর মধ্যে প্রথম 7 টি শ্রেণী ছিলো Normal Group বা Normal Element. আর Last যে শ্রেণী বা Group ছিলো সেটা ছিলো Transitional Element.
* মেন্ডেলিভের সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নি)।
19). রাসায়নিক ধর্মের মধ্যে মেন্ডেলিভ কোন দুটি মৌলের সাথে গঠিত যৌগের রাসায়নিক ধর্মের উপর নজর দিয়েছিলেন?
(A) হাইড্রোজেন, সোডিয়াম
(B) হাইড্রোজেন, অক্সিজেন
(C) কার্বন, হাইড্রোজেন
(D) অক্সিজেন ও সোডিয়াম
Ans-(B) হাইড্রোজেন, অক্সিজেন
20). নীচের কোন মৌল মেন্ডেলিফের পর্যায় সারণীতে স্থান পায়নি?
(A) সালফার
(B) নাইট্রোজেন
(C) অক্সিজেন
(D) হাইড্রোজেন
Ans-(D) হাইড্রোজেন
(হাইড্রোজেনকে দুটি জিনিসের সাথে রাখা যেতে পারে
(i) লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম – এ গুলো হলো ক্ষারীয় মৌল এদের সাথে এবং
(ii) আর রাখা যেতে পারে- ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন -এই হ্যালজেন মৌলের সাথে)।