বিভিন্ন পরীক্ষায় আসা পর্যায় সারণীর প্রশ্নপত্র
1). নিউল্যান্ডের সারণীতে 10th মৌলটির সাথে কোন মৌলটির মিল আছে?
(A) 1st
(B) 3rd
(C) 4th
(D) 9th
Ans-(B)3rd (1864 সালে নিউল্যান্ড একটা সরণী তৈরী করেন এবং তাঁর সারণীতে প্রথম যে মৌলটি রাখছেন তাঁর নাম হাইড্রোজেন।আর শেষ মৌলটি হলো থোরিয়াম।
* নিউল্যান্ডের Theory তে মোট 56টি মৌল আছে।
* মনে রাখবে নিউল্যান্ডের Theory -কে বলা হয় “Octave Rule” (অক্টেভ রুল)।
* পর্যায় সরণী কথাটি প্রথম শুরু করেন ম্যান্ডেলিভ
* তোমরা মাথায় রাখবে 10th এর সাথে 7 যোগ বা বিয়োগ করলে নিউল্যান্ডের 10th মৌলটির মিল খুঁজে পাবে।
অর্থাৎ 10th – 7 = 3rd এবং 10th + 7 = 17th যদিও অপশনে 17th নেই তাদের তোমাদের Answer হয়ে যাবে 3rd।তবে 17th এর মিল আছে)।
2). কোন দুটি মৌলকে নিউল্যান্ডের সারণীতে হ্যালোজেন মৌলের সাথে রাখা হয়েছে?
(A) Co & Ni
(B) Mn & As
(C) Ce & La
(D) Fe & Se
Ans-(A) Co & Ni
(ক্লোরিন (Cl), ফ্লোরিন (F), ব্রোমিন (Br), আয়োডিন (I), অ্যাস্টাটিন (As) – এরা হ্যালোজেন মৌল।
* হ্যালোজেন মৌল কেনো – কারণ এরা লবন তৈরি করে।
* “হ্যালাইড” শব্দ থেকে হ্যালোজেন কথাটি এসেছে।
* মনে রাখবে কোবাল্ট (Co) & নিকেল (Ni) এই দুটি হলো ধাতু আর অন্যরা হলো গ্যাস।তাই এই দুটি ধাতুকে রেখে নিউল্যান্ড ভুল করেছিলেন)।
Ans-(B) থোরিয়াম
(নিউল্যান্ডের সিরিজের প্রথম মৌলটি হলো হাইড্রোজেন এবং Last মৌলটি হলো থোরিয়াম।
* আর মনে রাখবে নিউল্যান্ডের Octave Theory বর্ধিত বা বাড়ছে।অর্থাৎ বাড়ছে এমন বা ক্রমবর্ধমান পারমাণবিক ভরের উপর বেস করে তৈরি হয়েছিলো নিউল্যান্ডের অক্টেভ Theory)।
4). নিকেল ও কোবাল্টের মত একই গুণাবলী থাকা সত্ত্বেও লোহাকে এই দুটি মৌল থেকে দূরে রাখা হয়েছিল।নীচের কোন সারণীতে এই ভুল করা হয়েছিলো?
(A) আধুনিক পর্যায় সারণীতে
(B) ডোবারনিয়ারের Triad সারণীতে
(C) মেন্ডেলিফের পর্যায় সারণীতে
(D) নিউল্যান্ডের পর্যায় সারণীতে
Ans-(D) নিউল্যান্ডের পর্যায় সারণীতে
5). নিউল্যান্ডের অক্টেভ সারণির মতে এই প্রকৃতিতে কতগুলি মৌল আছে?
(A) 55 টি
(B) 56 টি
(C) 63 টি
(D) 65 টি
Ans-(B) 56 টি
(নিউল্যান্ড অক্টেভ Theory আবিষ্কৃত হয় 1864 সালে।
* নিউল্যান্ডের অক্টেভ Theory অনুযায়ী প্রথম মৌলটি হলো হাইড্রোজেন এবং শেষ মৌলটি হলো থোরিয়াম)।
6). “অষ্টম মৌলের গুণাবলী প্রথম মৌলটির মত হবে” – কে বলেন?
(A) নিউল্যান্ড
(B) মেন্ডেলিফ
(C) ডোবারনিয়ার
(D) মোসলে
Ans-(A) নিউল্যান্ড
(নিউল্যান্ডের পুরোনাম ছিলো জন নিউল্যান্ড।
* ইনি ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী)।
7). —– সালে নিউল্যান্ড —– অনুযায়ী মৌলগুলিকে সাজিয়েছিলেন এবং দেখিয়েছিলেন যে, “অষ্টম মৌলের গুণাবলী প্রথম মৌলটির মত হবে”?
(A) 1860, পারমাণবিক ভর
(B) 1864, পারমাণবিক ভর
(C) 1860, পারমাণবিক সংখ্যা
(D) 1864, পারমাণবিক সংখ্যা
8). নিউল্যান্ডের অক্টেভ নীতি কোন মৌল পর্যন্ত কাজ করে?
(A) সালফার
(B) ক্লোরিন
(C) পটাসিয়াম
(D) ক্যালসিয়াম
Ans-(D) ক্যালসিয়াম
9). নীচের কোন কোন বিজ্ঞানীর সরণী পারমাণবিক ভর (Atomic Mass)-এর ওপর নির্ভরশীল ছিলো ?
(A) মেন্ডেলিভ, নিউল্যান্ড, মোসলে
(B) ডোবারনিয়ার, মেন্ডেলিভ, নিউল্যান্ড
(C) মোসলে, ডোবারনিয়ার, নিউল্যান্ড
(D) None of these
Ans-(B) ডোবারনিয়ার, মেন্ডেলিভ, নিউল্যান্ড
(মনে রাখবে একমাত্র মোসলেই Modern Periodic Tabale পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে দিয়েছিলেন।আর বাকি সবাই পারমাণবিক ভরের উপর ভিত্তি করে Modern Periodic Tabale দিয়েছিলেন।
* মাথায় রাখবে মোসলের Modern Periodic Tabale পারমাণবিক ক্রমবর্ধমান সংখ্যার উপর দিয়েছিলেন)।
10). ডোবারনিয়ারের সারণীতে মৌলের তিনটে করে গ্রুপ মৌল ছিলো – তাদেরকে কি বলা হয়?
(A) ট্রি
(B) ট্রায়াড
(C) টিট্রিয়াড
(D) টেট্রাড
Ans-(B) ট্রায়াড (Triad)
(ডোবারনিয়ার তাঁর ট্রায়াড (Triad) দিয়েছিলেন 1829 সালে।
* ইনি ছিলেন জার্মান বিজ্ঞানী)।