পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন
Most important GK questions about Periodic table in Bengali. All the questions are collected from previous years questions paper.পর্যায় সারণী সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। |
01.মর্ডান পিরিয়ডিক টেবিল (Law) কে আবিষ্কার করেন?
(A) হেনরি মোসলে
(B) মেকেঞ্জি জেমস
(C) আইনস্টাইন
(D) রবার্ট হুক
02.মর্ডান পিরিয়ডিক Law অনুযায়ী নীচের কোনটি একক মৌলের প্রাথমিক বৈশিষ্ট
(A) পারমাণবিক সংখ্যা
(B) নিউটন সংখ্যা
(C) ইলেক্ট্রন সংখ্যা
(D) কোনোটি নয়
03.বিভিন্ন মৌলের আইসোটন গুলিকে আধুনিক পর্যায় সারনিতে একই জায়গায় রাখা যায় তার কারন
(A) আ্যাটোমিক নম্বর সমান
(B) আ্যাটোমিক নম্বর আলাদা
(C) প্রোটন সংখ্যা সমান
(D) কোনোটি নয়
04.কোবাল্ট এর আ্যাটোমিক নাম্বার -27 নিকেলের আ্যাটোমিক নাম্বার কত?
(A) 27
(B) 28
(C) 30
(D) 25
05.আধুনিক পর্যায় সারণি অনুযায়ী বিভিন্ন মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য কিসের উপর নির্ভর করে।
(A) পারমাণবিক ভর
(B) পারমাণবিক সংখ্যা
(C) প্রোটন সংখ্যা
(D) নিউটন সংখ্যা
06.নিয়নে কতগুলি ভ্যালেন্স ইলেক্ট্রন আছে?
(A) 8টি
(B) 6টি
(C) 9টি
(D) 5টি
07.পর্যায় সারণিতে অক্সিজেনের অবস্থান কত তম?
(A) প্রথম পর্যায়
(B) দ্বিতীয় পর্যায়
(C) তৃতীয় পর্যায়
(D) চতুর্থ পর্যায়
08.পর্যায় সারণিতে কার্বনের অবস্থান কততম?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
09.পর্যায় সারণিতে ক্লোরিনের অবস্থান কততম?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
10.পর্যায় সারনির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় গ্যাস দুটি কি কি?
(A) মিথেন ও ইথিলিন
(B) হিলিয়াম ও হাইড্রোজেন
(C) নিয়ন ও আর্গণ
(D) আর্গণ ও হিলিয়াম