মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)
61. হুমায়ুন 1539 খ্রিস্টাব্দে বাংলা থেকে দিল্লী প্রত্যাবর্তনের সময় বাংলার দায়িত্ব কাকে দিয়ে যান?
(A) জাহাঙ্গীর কুলি বেগকে
(B) মির্জা হায়দারকে
(C) আলী কুলি বেগকে
(D) রুমি খানকে
62. হুমায়ুন “চুনার দুর্গ”- জয় করেন কবে?
(A) 1536 খ্রিস্টাব্দে
(B) 1537 খ্রিস্টাব্দে
(C) 1538 খ্রিস্টাব্দে
(D) 1539 খ্রিস্টাব্দে
63. “দৌরার যুদ্ধ” হয় কবে?
(A) 1536 খ্রিস্টাব্দে
(B) 1532 খ্রিস্টাব্দে
(C) 1534 খ্রিস্টাব্দে
64. নিন্মের কে মুঘলদের বশ্যতা স্বীকার করেন?
(A) শের খান
(B) মুনিম খান
(C) কুতুবউদ্দিন বেগ
(D) শেরওয়ানী আলোম
65. কোন দুটি প্রদেশ শেরশাহ দখল ফলে হুমায়ুনের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়?
(A) তেলিয়াগার্চি
(B) কনৌজ
(C) কান্দাহার
(D) A এবং B সঠিক
66. চৌসারের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
(A) শেরশাহ ও বাবরের মধ্যে
(B) হুমায়ুন ও শেরশাহের মধ্যে
(C) আলিকুলি বেগ ও শেরশাহের মধ্যে
(D) জাহাঙ্গীর ও শেরশাহের মধ্যে
67. কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
(A) 1539 খ্রিস্টাব্দে
(B) 1540 খ্রিস্টাব্দে
(C) 1538 খ্রিস্টাব্দে
(D) 1542 খ্রিস্টাব্দে
68. হুমায়ুন বিলগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে প্রথমে কোথায় আশ্রয় নেবার চেষ্টা করেন?
(A) পাঞ্জাবে
(B) গুজরাটে
(C) লাহোরে
(D) পারস্যে
69. হুমায়ুন কোনদেশে পালিয়ে যান?
(A) ইরাকে
(B) ইরানে
(C) পারস্যে
(D) আফগানিস্তানে
70. হুমায়ুন পারস্যের কার সাহায্য পান?
(A) শাহ তহমাস্প্
(B) মুলাপীর
(C) মুলাবেকশী
(D) বাহার খান লোহানী