মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)
41. প্রথম পানিপথের যুদ্ধের সময় গুজরাটের শাসনকর্তা কে ছিলেন?
(A) দৌলত খাঁ লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) আলম খাঁ
(D) আজম হুমায়ুন
42. বাবরের সমাধি কোথায়?
(A) আগ্রায়
(B) কাবুলে
(C) আজমিরের
(D) আরামবাগে
43. বাবরকে প্রথম সমাহিত করা হয় কোথায়?
(A) আগ্রায়
(B) কাবুলে
(C) আজমিরের
(D) দিল্লীতে
44. বাবরের সমাধিস্থলের নাম কি?
(A) গার্ডেন্স অফ বাবর বা বাঘ-ই-বাবর
(B) গার্ডেন্স অফ গড
(C) ফুলের বাগান
(D) বাবর কা মসনভি
45. ইব্রাহিম লোদীর ছোটো ভাইয়ের নাম কি?
(A) আলম খাঁ
(B) দৌলত খাঁ লোদী
(C) মামুদ লোদী
(D) বহুলুল লোদী
46. “আগ্রা ও ফতেপুর সিক্রি লন্ডন থেকে বড়”- কে বলেন?
(A) স্ট্যানলি লেনপুল
(B) ভিনসেন্ট স্মিথ
(C) রামপ্রসাদ ত্রিপাঠি
(D) র্যালফ ফিচ
47. “রজমনামা”- আসলে কি?
(A) মহাভারত
(B) পুরান
(C) বৈদিক সাহিত্য
(D) গ্রন্থ
48. বাবর পুত্র কামরান পিতার মৃত্যুর পর তিনি কোন অঞ্চরের দায়িত্ব পান?
(A) কাবুল
(B) কান্দাহার
(C) বাদকাশন
(D) A এবং B সঠিক
49. রাজস্থানের বিখ্যাত ইতিহাস থেকে প্রাক্ মুঘল যুগ এবং মুঘল যুগের কিছু কাহিনী জানা যায়।কার লেখা থেকে?
ভিনসেন্ট স্মিথ
(A) রামপ্রসাদ ত্রিপাঠির
(B) মালিক মহম্মদ জয়সীর
(C) কর্নেল টডের
(D) আব্বাস খান শেরওয়ানীর
50. সংখ্যাগত দিক দিয়ে লোদীর(ইব্রাহিম লোদীর)বাহিনী বাবরের বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে ছিল। কথাটি
(A) সত্য
(B) মিথ্যা
(C) আংশিক সত্য
(D) উপরের কোনোটিই নয়