আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
61. কবন্ধ কনিস্ক মূর্তি উদ্ধার করা হয়েছে কোথা থেকে-
ক। পেশোয়া
খ। মথুরা থেকে
গ। পুরুষপুর
ঘ। বারানসী
62.সেন্ট জেভিয়াস কলেজ কবেপ্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৩৭
(খ)১৮৩৯
(গ)১৮৪০
(ঘ)১৮৩৫
উঃ ঘ(জেসুইট মিশনারীদের উদ্যগে)
63. “কমিটি অব পাবলিক Instruction”কবে গঠিত হয়
(ক) ১৮২০
(খ) ১৮২২
(গ)১৮২৩
(ঘ) ১৮২৯
উঃ গ
64.” চুঁইয়ে পড়া নীতির “-প্রবর্তক কে
(ক) লড মেয়ো
(খ) লড মেকেলে
(গ) আরউইন
(ঘ) আলেকজান্ডার
উঃ খ
65.. উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?
ক। ১৮৫৪
(খ) ১৮৫৫
(গ)১৮৭৩
(ঘ) ১৮৫৬
উঃ ১৮৫৪ সালে কোলকাতা থেকে
66.হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়
(ক) ১৮৮২
(খ) ১৮৭৯
(গ) ১৮৮১
(ঘ) ১৮৭৭
উঃ ক( তবে কেউ কেউ ১৮৮৪ সালকে মান্যতা দেয়)।
67.” অমৃত বাজার”-পএিকার সম্পাদকের বা প্রতিস্টাতার নাম কি
ক। অক্ষয় কুমার দও
খ। শিশির কুমার ঘোষ
গ। আনন্দমোহন বসু
ঘ। গুরাদাস সরকার
উঃ খ( ১৮৬২ সালে যশোর থেকে প্রকাশিত হয়)
68.কার রাজত্বকালে ICS পরীক্ষার বয়স সীমা ২১ থেকে ১৯ করা হয়?
ক। বড়োলাট লড লিটনের আমলে
খ। লর্ড রিপনের আমলে
গ। লর্ড রডিং
ঘ। লর্ড ওয়েলেসলির
উঃ ক( ১৮৭৬ এর ২৪ফ্রেবঃ)
69. কোন ভারতীয় ICS পরীক্ষায় প্রথম হন-
ক। গুরুদাস ব্যানার্জি
খ। গুরু সদয় দও
গ। সত্যেন্দ্রনাথ ঠাকুর
ঘ। নেতাজী
উঃ খ
70. “গ্যারান্টি প্রথা” -চালু হয় কবে থেকে
ক। ১৮৫৬
খ। ১৮৬৯
গ। ১৮৪৯
ঘ। ১৮৫৯
উঃ খ( ১৮৪৯ এ চালু হয় টিকেছিল ১৮৬৯ অবধি সুতরাং ২০ বছর টিকেছিল)।