আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

Indian History GK Questions and Answers in Bangla

41.“ইকবালনামা”- কার রচিত
ক। আমির খসরু
খ। বদাউনি
গ। মুতামিদ খাঁ
ঘ। ওয়াজির

Ans-গ। মুতামিদ খাঁ

42.“মুন্তাখাব-উল-তোয়ারিখ”-কে লিখেছেন
ক। বদাউনি
খ। আমির খসরু
গ। আব্দুল রহিম
ঘ। আবুল ফজল

Ans-ক। বদাউনি

43.ভক্তি আন্দোলনের সূচনা করেন-
ক। রামানুজ
খ। রামানন্দ
গ। নানক
ঘ। কবীর

Ans-ক। রামানুজ

44.নাদির শাহের ভারত আক্রমনের সময় মুঘল সম্রাট কে ছিলেন-
ক। দ্বিতীয় আকবর
খ। মহম্মদ শাহ
গ। বাহাদুর শাহ
ঘ মামুদ শাহ

Ans-খ। মহম্মদ শাহ(১৭৩৯)

45.প্রথম কোন দেশীয় রাজা বশ্যতামুলক মিত্রতা গ্রহন করেন –
ক। হোলকার
খ। নিজাম -উল-মূলক
গ। নিজাম আলি
ঘ। নাসির জঙ্গ

Ans-গ। নিজাম আলি

46.ইক্তা প্রথার সাথে যুক্ত নয় কোনটি
ক। কেন্দ্রীয় প্রশাসন দায়িত্ব
খ। বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া
গ। সৈন্য দেখাশোনা করা
ঘ। শান্তিশৃ্ংখলা বজায় রাখা

Ans-ক। কেন্দ্রীয় প্রশাসন দায়িত্ব

47.” পাইবস “- কথার মানে কি?
ক। সুলতানের সামনে নতজানু হওয়া
খ। সিংহাসনের  পা চুম্বুন
গ। সুলতানের পায়ের নীচে থাকা
ঘ। সুলতানকে সম্মান করা

Ans-খ। সিংহাসনের  পা চুম্বুন

48.” কিতাব-উল-রাহেলা”- কার লেখা
ক। আবুল ফজল
খ। আমির খসরু
গ। ইবন বতুতা
ঘ। বদাউনি

Ans-গ। ইবন বতুতা

49.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতে বানিজ্যকুঠি স্থাপন করেন কার আমলে-
ক। আকবর
খ। জাহাঙ্গীর
গ।শাহজাহান
ঘ। বাবরের আমলে

Ans-খ। জাহাঙ্গীর

50.কোন মারাঠা নেতা হিন্দু সাম্রজ্য গঠনের নীতি প্রচার করেন?
ক। বালাজী বিশ্বনাথ
খ। প্রথম বাজীরাও
গ। দ্বিতীয় বাজীরাও
ঘ। মাধব রাও
Ans-খ। প্রথম বাজীরাও

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.