আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)


21। সাম্প্রতিক কালে গান্ধিজীকে নিয়ে লেখা বই কে লিখেছেন-
ক। শহীদ আমিন
খ। রামচন্দ্র গুহ
গ। নিজামুদ্দিন
ঘ। রমেশ দও

Ans-খ। রামচন্দ্র গুহ

22। ” আল হিলালের “- সম্পাদক কে ছিলেন-
ক। আবুল কালাম আজাদ
খ। তিলক
গ। মহেশ দও
ঘ। জগন্নাথ
Ans-ক। আবুল কালাম আজাদ

23। যোগ্যেশ্বর দাসের ছদ্ম নাম কি
ক। বেচারাম
খ। নীল রোহিত
গ। মুকন্দ দাস
ঘ। রাসবিহারী ঘোষ
Ans-গ। মুকন্দ দাস ( চারন কবি ছিলেন)
( চারন কবি ছিলেন)
24। ১৯১৬ তে নরমপন্থী ও চরমপন্থী কংগ্রেসের মিলনের সময় সভাপতি কে ছিলেন
ক। রাসবিহারী ঘোষ
খ। রাসবিহারী বসু
গ। অম্বিকা চরন মজুমদার
ঘ। আবুল কালাম
Ans-গ। অম্বিকা চরন মজুমদার(লক্ষ্নৌতে)

25। কোন অধিবেশনে (কংগ্রেসের) বাংলার বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়
ক। ১৯০৯
খ। ১৯০৫
গ।১৯০৬
ঘ।১৯১১
Ans-খ। ১৯০৫ ( বারানসীতে সভাপতি গোপাল কৃষ্ণ গোখলে)।

26। কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কে ছিলেন-
ক। ওয়েডার বান
খ। আর এম সাহানী
গ। আলফ্রেড ওয়েব
ঘ। উইলিয়াম ভন
Ans-গ। আলফ্রেড ওয়েব(১৮৯৪ মাদ্রাজ অধিবেশনে)

27। ১৯০৮ এ কংগ্রেস সভাপতি কে হন
ক। আর এম সাহানী
খ। মতিলাল নেহের
গ। চিওরঞ্জন দাস
ঘ। রাসবিহারী ঘোষ
Ans-গ। আলফ্রেড ওয়েব( মাদ্রাজ অধিবেশনে)

28।” চড়কা”- কিসের প্রতীক
ক। প্রগতি
খ। দেশীয় শিল্প
গ। গ্রামীন প্রগতি
ঘ। উপরের সবকটি
Ans-ঘ। উপরের সবকটি

29। ” হিন্দ স্বরাজ” কবে প্রকাশিত হয়?
ক। ১৯০৯
খ। ১৯১০
গ। ১৯১১
ঘ। ১৯১৮
Ans-ক। ১৯০৯ ( গান্ধিজী প্রকাশ করেন)

30। ভারতীয় আইন সভায় রাওলাট বিল কবে পেশ হয়
ক। ১৯১৯
খ।১৯১৮
গ। ১৯১৭
ঘ।১৯১১
Ans-উঃ ক( ১৯১৯ এর ৬ই ফ্রেবঃ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.