আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
১১। ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
(ক) স্যার উইলিয়াম জোন্স
(খ) জোনাথন ডানকান ফ্লেচার
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) ডেভিড হেয়ার
১২। ভারতের “পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা”- কাকে বলা হয়-
(ক) ১৭৭৩ এর আইন কে
(খ) গ্যারান্টি প্রথাকে
(গ) ১৮৩৩ এর সনদ আইনকে
(ঘ) উডের ডেচপ্যাচকে
১৩। চার্লস উডের ডেচপ্যাচ কার আমলে প্রকাশিত হয়?
ক। লর্ড ক্যানিং
(খ) ডালহৌসির আমলে
(গ) উইলিয়াম বেন্টিং এর আমলে
(ঘ)মেকেলের আমলে
১৪। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
ক। ১৮৬৭
(খ) ১৮৩৮
(গ) ১৮৪৯
(ঘ) ১৮৩৫
১৫। “ভারতীয় নবজাগরনের অগ্রদূত”-কাকে বলা হয়-
ক। ঈস্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) ডিরোজিও
(গ) রামমোহন রায়
(ঘ) রাম রতন লাহেরি
১৬। “কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ”-বলা হয়?
ক। বিদ্যাসাগর
(খ) ডিরোজিও
(গ) রামরতন লাহেরি
(ঘ) রামমোহন রায়কে
১৭। রামমোহন রায়কে ” রাজা উপাধি” কে দেন-
(ক) বিবেকানন্দ
(খ) বিদ্যাসাগর
(গ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(ঘ) সবাই
১৮। ” তুহফাৎ-ই মুয়াহিদিন”-এর প্রনেতা কে?
ক। আবুল কালাম
(খ) ডিরোজিও
(গ) শহীদ আমিন
( ঘ) রামমোহন রায়
১৯। ” সতীদাহ প্রথা” নিষিদ্ধ হয় কবে-
(ক) ১৮২৯
(খ) ১৮২৮
(গ) ১৮৫৬
(ঘ) ১৮৫৭
২0। মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন কে?
(ক) ভগৎ সিং
(খ) উধম সিং
(গ) নরেন দেও
(ঘ) বিনয় গুপ্ত