আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

১১। ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
(ক) স্যার উইলিয়াম জোন্স
(খ) জোনাথন ডানকান ফ্লেচার
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) ডেভিড হেয়ার

Ans-(ক) স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ সালে কোলকাতায়)

১২। ভারতের “পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা”- কাকে বলা হয়-
(ক) ১৭৭৩ এর আইন কে
(খ) গ্যারান্টি প্রথাকে
(গ) ১৮৩৩ এর সনদ আইনকে
(ঘ) উডের ডেচপ্যাচকে
Ans-(ঘ) উডের ডেচপ্যাচকে ( অথবা ১৮৫৪ এর আইনকে)।

১৩। চার্লস উডের ডেচপ্যাচ কার আমলে প্রকাশিত হয়?
ক। লর্ড ক্যানিং
(খ) ডালহৌসির আমলে
(গ) উইলিয়াম বেন্টিং এর আমলে
(ঘ)মেকেলের আমলে
Ans-(খ) ডালহৌসির আমলে

১৪। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
ক। ১৮৬৭
(খ) ১৮৩৮
(গ) ১৮৪৯
(ঘ) ১৮৩৫
Ans-(ঘ) ১৮৩৫ সালে ( লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ে)।

১৫। “ভারতীয় নবজাগরনের অগ্রদূত”-কাকে বলা হয়-
ক। ঈস্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) ডিরোজিও
(গ) রামমোহন রায়
(ঘ) রাম রতন লাহেরি
Ans-(গ) রামমোহন রায়কে ।

১৬। “কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ”-বলা হয়?
ক। বিদ্যাসাগর
(খ) ডিরোজিও
(গ) রামরতন লাহেরি
(ঘ) রামমোহন রায়কে

Ans-(ঘ) রামমোহন রায়কে

১৭। রামমোহন রায়কে ” রাজা উপাধি” কে দেন-
(ক) বিবেকানন্দ
(খ) বিদ্যাসাগর
(গ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(ঘ) সবাই
Ans-(গ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর (*রাজা উপাধি নিয়ে ইংল্যান্ডে গমন করেন রামমোহন রায় **)।

১৮। ” তুহফাৎ-ই মুয়াহিদিন”-এর প্রনেতা কে?
ক। আবুল কালাম
(খ) ডিরোজিও
(গ) শহীদ আমিন
( ঘ) রামমোহন রায়
Ans-( ঘ) রামমোহন রায় ( এটি ছিল পুস্তিকা ১৮০৩ সালে প্রকাশিত হয় ফারসী ভাষায়)।

১৯। ” সতীদাহ প্রথা” নিষিদ্ধ হয় কবে-
(ক) ১৮২৯
(খ) ১৮২৮
(গ) ১৮৫৬
(ঘ) ১৮৫৭
Ans-(ক) ১৮২৯ (** ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের উদ্যেগে লর্ড উইলিয়াম বেন্টিং এই অমানবিক প্রথা নিষিদ্ধ করেন XVII Regulation আইন দ্বারা

২0। মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন কে?
(ক) ভগৎ সিং
(খ) উধম সিং
(গ) নরেন দেও
(ঘ) বিনয় গুপ্ত
Ans-(খ) উধম সিং (১৯৪০ সালে)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.