আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
141.” Free Hindustan”- এর সাথে কার নাম বিশেষ ভাবে জড়িত-
(ক) লামা তারানাথ
(খ) তারকনাথ দাস
(গ) যতীন দাস
(ঘ) বিনয় বসু
উঃ খ
142. দাদাভাই নৌরজীর “Drain Theory”- সমালোচনা করেন কোন ভারতীয়-
ক। গোপাল কৃষ্ণ গোখলে
(খ) রমেশ চন্দ্র দত্ত
(গ) সৈয়দ আহমেদ
(ঘ) গান্ধীজী
উঃ গ
143. জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন-
(ক) সরোজিনী নাইডু
(খ) মৌলানা আবুল কালাম আজাদ
(গ) রাসবিহারী বোস
(ঘ) সুচেতা কৃপালিনী
উঃ **( ১৯২৩ সালে দিল্লী(বিশেষ) ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রি)।
144. ” ভারতের হীরে “- কাকে বলা হয়?
(ক) তিলককে
(খ) দাদাভাই নৌরজীকে
(গ) বিপিন পালকে
(ঘ) গোপাল কৃষ্ণ গোখলেকে
উঃ ঘ( এটি বলেন তিলক)।
145.” খিলাফৎ দিবস”- কবে পালিত হয়-
(ক) ১৯২৯
(খ) ১৯১৯
(গ) ১৯২৪
(ঘ) ১৯২৩
উঃ খ (১৯১৯ সালের ১৯ ই অক্টোবর)
146.” Essays on Indian Economic”-কে লিখেছেন?
ক। রামরতন রায়
খ। বিপিন পাল
গ। মহাদেব গোবিন্দ রানাডে
ঘ। অশ্বিনী কুমার দত্ত
উঃ গ
147.ভারতে আমদানিকৃত বিলাতি বস্ত্রের উপর শুল্ক তুলেনেন কে?
ক। উইলিয়াম ওয়েডারবান
খ। লর্ড ক্রস
গ। লর্ড বেন্টিং
ঘ। লর্ড লিটন
উঃ ঘ
148.” Allan Octavian Hume,Father of the National Congress(1913)”-এর লেখক কে
ক। উইলিয়াম ওয়েডারবান
খ। অ্যালান অক্টোভিয়ান ইউম
গ। উমেশচন্দ্র ব্যানাজ্জী
ঘ। সুরেন্দ্রনাথ ব্যানাজ্জী
উঃ ক (হিউমের জীবনীকার)।
149.” Introducation to Indian Politics “(1898)- এটি কার রচিত-
ক। দাদাভাই নৌরোজীর
খ। হিউমের
গ। উমেশ চন্দ্র ব্যানার্জী
ঘ। এস আর রাও
উঃ গ
150.জাতীয় কংগ্রেস প্রতিস্ঠার সময় বোম্বাইয়ের ছোটলাট কে ছিলেন?
ক। লর্ড ক্রস
খ। লর্ড রিয়ে
গ। লর্ড রিডিং
ঘ। লর্ড ডাফরিন
উঃ খ