আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
131.” নবশশাঙ্খ চরিত”- কার রচনা
ক। ঈশ্বর গুপ্ত
খ। পদ্ম গুপ্ত
গ। শশাঙ্খ
ঘ। ধননন্দ
উঃ খ
132.জীবনচরিত নয় নীচের কোনটি-
ক। বিক্রমাঙ্কদেব চরিত
খ। বুদ্ধচরিত
গ। গৌড়বহ
ঘ। কাদম্বরী
উঃ ঘ
133.কোন বংশের রাজারা-“দেবপুত্র ” অভিধা নেন?
ক। কুষান
খ। সাতবাহন
গ। পাল
ঘ। সেন
উঃ ক
134.” দ্বাদশ অঙ্গ”-কোথায় রচিত হয়-
ক। কুশিনগর
খ। বারানসি
গ। পাটুলিপুত্রে
ঘ। বৈশালিতে
উঃ গ
135.কানসোনা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত
ক। পশ্চিমবঙ্গে
খ। উড়িষ্যা
গ। ঝাড়খন্ড
ঘ। পূঃ বাংলায়
উঃ ক( মুর্শিদাবাদের বহরমপুরের নিকটে অবস্থিত)।
136.” জমিদার দর্পন”- নাটকটি কার লেখা-
ক। গোলাম মাসুদ
খ। দ্বীজেন্দ্রলাল রায়
গ। গোলাম হোসেন
ঘ। মীর মোসারফ হোসেন
উঃ ঘ
137.”Finance Capital” এর যুগ শুরু হয় কবে থেকে-
ক। ১৮১৩
খ। ১৮৫৮
গ। ১৮৩৩
ঘ। ১৭৫৭
উঃ খ
138.”Free Trade Capitalism”- এর যুগ শুরু হয় কবে
ক। ১৭৭৩
খ। ১৭৯৩
গ। ১৮১৩
ঘ। ১৮৩৩
উঃ গ। ১৮১৩
139.ভারতে প্রকাশিত প্রথম পত্রিকার সময় কাল কত?
(ক) ১৭৮০
(খ) ১৭৮৯
(গ) ১৭৯২
(ঘ) ১৭৩৩
উঃ ক ( ১৭৮০ সালের ২৯ শে জানুয়ারী)।
140.১৮৮৫ সালে ভাইসরয় কে ছিলেন-
(ক) লর্ড উইল
(খ) লর্ড ক্রস
(গ) লর্ড ডাফরিন
(ঘ) লর্ড উইলিংডন
উঃ গ