আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)


121. তীতুমিরযখন বাশের কেল্লা আক্রম করেন তখন গভর্নর কে ছিলেন-
ক। ডালহৌসি
(খ) ক্যানিং
(গ) লর্ড  উইলিয়াম বেন্টিং
(ঘ) ওয়াভেল
উঃ গ(১৮৩১)
122. ভারতে সৈয়দ আহমেদের প্রধান গুরু কে ছিলেন-
ক। শাহ ওয়ালি উল্লাহ
(খ) মুনশীর
(গ) লর্ড হালকার
(ঘ) আবদুল ওয়াহব
উঃ ক
123. ” হালকার” ধারনা কে দেন-
(ক) জারো নাননু
(খ) মহাঃ মহসিন
(গ) নোয়া মিঞা
(ঘ) ওয়াহব
উঃ খ ( এনাকে দুধু মিঞাও বলা হত)।
124. “The Last Mugal(2006)”- কার রচনা-
(ক) সতীশ চন্দ্র
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) উইলিয়াম ডাল রিমপোল
(ঘ) রোমিলা থাপা
উঃ গ
125. ” ধরতি আবা”- কাকে বলাহত?
(ক) বীরসা মুন্ডাকে
(খ) সুই মুন্ডাকে
(গ) সিধু
(ঘ) কানুকে
উঃ ক
126. খুরদা বিদ্রোহের অপর নাম কি?
ক। সাঁওতাল বিদ্রোহ
(খ) মুন্ডাবিদ্রোহ
(গ) পাইক বিদ্রোহ
(ঘ) খেওয়ার বিদ্রোহ
উঃ গ
127. “তীতুমীর “- গ্রন্থটি কার লেখা
(ক) গোলাম মাসুদের
(খ) বিহারীলাল সরকারের
(গ) গোলাম হোসেনের
(ঘ) আল মেহেমুদের
উঃ খ
128.সন্দীপ দ্বীপ কোথিয় অবস্থিত?
(ক) বঙ্গোপ সাগরে
(খ) আরব সাগরে
(গ) ভূমধ্য সাগরে
(ঘ) চীন সাগরে
উঃ ক
129.উওর ভারতীয় মন্দির স্থাপত্য শৈলী হল-
ক। বেসরা
খ। নাগরা/ নাগর
গ। উত্তরা
ঘ। দ্রাবিড়
উঃ খ
130. ঝাঁসির দশাবতার মন্দির কোন স্থাপত্য শৈলীতে গড়ে ওঠে-
ক। বেসরা
খ। নাগরা
গ। উওরা
ঘ। দ্রাবাড়ি
উঃ খ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.