আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
Top 200 Basic General Knowledge | পৃথিবীর বৃহত্তম স্থান ও বস্তু |
আধুনিক ভারতের ইতিহাস পার্ট ১ | ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক) |
101.“India Independents” লীগের প্রথম সভাপতি কে ছিলেন-
ক। রাসবিহারী বসু
খ। রাসবিহারী ঘোষ
গ। সুভাষ বোস
ঘ। বিপিন পাল
উঃ ক(১৯৪২ সালের জুন মাসে)
102.ভারতীয় সংবাদ পত্রের “মুক্তিদাতা”-কাকে বলা হয়?
ক। বিদ্রোহী কে
খ। চার্লস মেটকাফ
গ। লর্ড রিপন
ঘ। লর্ড মিন্টোকে
উঃ খ
103. মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগ দেয়?
ক। ১৯৪২
খ। ১৯৪৪
গ। ১৯৪৬
ঘ। ১৯৪৮
উঃ গ ( ১৯৪৬সালের ২৬শে অক্টোবর)
104. কংগ্রেস সোসালিস্ট পার্টির সদস্য ছিলেন-
ক। জয়প্রকাশ নারায়ন
খ। দীনবনধু মিত্র
গ। গান্ধিজী
ঘ। সুভাষ বোস
উঃ ক
105. কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেয় –
ক। গান্ধিজী
খ। আব্দুল ওয়াজির
গ। তেজবাহাদুর
ঘ। সরোজিনি নাইডু
উঃ গ( ১৯৩০সালের ১২ ই নভেম্বর)।
106. ১৯৪২-এ ক্রিপসের সাথে এবং সিমলায় ওয়াভেলের সাথে কোন কংগ্রেস সভাপতি কথা বার্তা চালান-
ক। আবুল কালাম আজাদ
খ। জওহরলাল নেহেরু
গ। বিপিন পাল
ঘ। সরোজিনী নাইডু
উঃ ক
107. অসহযোগ আন্দোলনের তাৎক্ষনিক কারন কোনটি
ক। পাঞ্জাবের হত্যা কান্ড
খ। চৌরিচৌরার ঘটনা
গ। গান্ধিজীর গ্রেফতার
গ। মন্টেগু চেমসফোর্ড আইন
উঃ ক( বা জালিয়ান ওয়ালাবাগের হত্যা কান্ড)।
108. নেহেরু Report এর কমিটিতে Liberal Fedaration এর প্রতিনিধি কে ছিলেন-
ক। মুজাফফর আহমেদ
খ। ডান কান ভাঙ্গে
গ। বিপিন পাল
ঘ। তেজবাহাদুর
উঃ ঘ ( ১৯২৮ এর ১২ই ফ্রেবঃ)
109. বরোদৌলী সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়-
ক। বল্লভ ভাই প্যাটেল
খ। গান্ধিজী
গ। মতিলাল নেহেরু
ঘ। বিপিনচন্দ্র
উঃ ক( ১৯২৮ এর ১২/২৫ ফ্রেবঃ)
110.। লর্ড আরউইনের পর বড়োলাট কে হন-
ক। লর্ড মেকেলে
খ। লর্ড মিন্টো
গ। লর্ড উইলিংডন
ঘ। লর্ড লীনলিথগো
উঃ গ( ১৯৩১- ১৯৩৬)।