আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
91.এ আর দেশাই -“আধুনিক ভারতের স্রস্টা” বলে উল্লেখ করেছেন কাদের
(ক) মধ্যবিত্তদের
(খ) উচ্চবিত্তদের
(গ)নিন্ম মধ্যবিত্তদের
(ঘ) সাধারন মানুষদের
উঃ ক
92. কাদের উদ্যগে ভারতে প্রথম মুদ্রন যন্ত্র প্রতিষ্ঠিত হয়-
ক। শ্রীরামপুর মিশনারীদের
(খ) স্কটিশ মিশনারী
(গ)ব্যাপ্টিস্ট মিশনের মিশনারীদের
(ঘ) সবকটি
উঃ গ
93. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠার সাথে কার নাম বিশেষভাবে যুক্ত-
(ক) রাজারামমোহ রায়
(খ)আলেকজান্ডার ডাফ
(গ) ডেভিড হেয়ার
(ঘ)উইলিয়াম জোন্স
উঃ খ
94. হিন্দু কলেজের বতমান নাম কি
ক। প্রেসিডিন্সি বিশ্ববিদ্যালয়
(খ) প্রেসিডেন্সি UNIVERSITY
(গ)শ্রীরামপুর কলেজ
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উঃ খ
95. কলকাতায় “অ্যাংলো হিন্দু স্কুল”-প্রতিষ্ঠা কে করেন-
ক। বিদ্যাসাগর
(খ) রাজারামমোহন রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) মেকেলে
উঃ খ
96.কোলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়-
ক। ১৮২৪
(খ) ১৮৩৫
(গ) ১৮৩৯
(ঘ) ১৮১৭
উঃ ১৮২৪
97.“ভবিষ্য যুদ্ধ “- নামে পরিচিত কোনটি
ক। বোধিসত্ত্ব
খ। দেবী সত্ত্ব
গ। প্রজ্ঞা
ঘ। উপরের একটিও নয়
উঃ ক
98.কোন বেদে আর্যাবতকে আর্যদের বাসস্থান বলা হয়েছে-
ক। সামবেদ
খ। যজুর বেদে
গ। ঋকবেদে
ঘ। অথব বেদে
উঃ গ
99.শুঙ্গ রাজাদের রাজাধানী কোথায় ছিল-
ক। মান্দাসোর
খ। বিদিশা
গ। উজ্জ্বয়িনী
ঘ। মথুরা
উঃ খ
100.” এরান প্রস্থরলিপি”- কোন রাজা উৎকীর্ণ করে-
ক। সুমদ্রগুপ্ত
খ। কুমার গুপ্ত
গ। স্কন্ধ গুপ্ত
ঘ। বিন্দু গুপ্ত
উঃ ক