ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

71. সোডিয়াম আয়নের গঠন নিন্মের কোন নিষ্ক্রিয় মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো

Ans-(C) নিয়নের মতো

72. পটাসিয়াম আয়নের গঠন নিন্মের কোন নিষ্ক্রিয় মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো
Ans-(B) আর্গনের মতো
(পটাসিয়াম আয়নের গঠন হয় K = 2, L = 8, M = 8
এটা হলো আর্গণ গ্যাসের গঠন।* তোমরা জানো যে, যে কোনো ধাতু বা অধাতু Stable হলে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাই, আর পটাসিয়াম হতে চাই আর্গণ মতো নিষ্ক্রিয়গ্যাসে)।

73. ম্যাগনেসিয়াম আয়নের গঠন নিন্মের কোন মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো
Ans-(C) নিয়নের মতো

74. ক্যালসিয়াম আয়নের গঠন নিন্মের কোন মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো
Ans-(B) আর্গনের মতো

75. অ্যালুমিনিয়াম আয়নের গঠন নিন্মের কোন মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো
Ans-(C) নিয়নের মতো

76. লিথিয়াম আয়নের গঠন নিন্মের কোন মৌলের মতো?
(A) হিলিয়ামের মতো
(B) আর্গনের মতো
(C) নিয়নের মতো
(D) ক্রিপ্টনের মতো
Ans-(A) হিলিয়ামের মতো

77. ক্লোরিন এবং সালফাইড আয়নের গঠন নিন্মের কোন গ্যাস বা মৌলের মতো হয়?
(A) হিলিয়ামের গ্যাসের মতো
(B) আর্গনের গ্যাসের মতো
(C) নিয়নের গ্যাসের মতো
(D) ক্রিপ্টনের গ্যাসের মত
Ans-(B) আর্গনের গ্যাসের মতো

78. নাইট্রাইড আয়নের গঠন নিন্মের কোন মৌল বা গ্যাসের মতো হয়?
(A) হিলিয়ামের গ্যাসের মতো
(B) আর্গনের গ্যাসের মতো
(C) নিয়নের গ্যাসের মতো
(D) ক্রিপ্টনের গ্যাসের মত
Ans-(C) নিয়নের গ্যাসের মতো

79. নিন্মের কোনটি তড়িৎযোজীর বৈশিষ্ট্য?
(A) ক্রিস্টল সলিড হয় এবং এদের গলনাঙ্ক অত্যন্ত বেশি হয়।
(B) বিপরীত চার্জড্ আয়ন গুলি একে অপরকে প্রবলভাবে আকর্ষণ করে।
(C) তড়িৎযোজী যৌগ গুলি তড়িৎ পরিবহন করতে পারে।
(D) উপরের সবগুলিই
Ans-(D) উপরের সবগুলিই

80. তড়িৎযোজী যৌগ গুলি তড়িৎ পরিবহন করতে পারে কেন?
(A) এদের মধ্যে বদ্ধ ইলেকট্রন থাকে
(B) এদের মধ্যে ফ্রী আয়ন থাকে
(C) এদের ক্রিস্টল সলিড হওয়ার কারণে
(D) Both A & C
Ans-(B) এদের মধ্যে ফ্রী আয়ন থাকে
(মনে রাখবে তড়িৎযোজী যৌগ গুলি জলে দ্রবীভূত হয়, কিন্তু অন্যকোনো জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.