41. সাধারণত কোনো ধাতু হাইড্রোজেনের সাথে কোনো বিক্রিয়া করে না।কেনো?
(A) ধাতু এবং হাইড্রোজেন ইলেক্ট্রো নেগেটিভ
(B) ধাতু এবং হাইড্রোজেন উভয়ই ইলেক্ট্রো পজেটিভ
(C) হাইড্রোজেন Reactivity Series এর উপরে থাকার জন্য
(D) ধাতু এবং হাইড্রোজেন উভয়ই ইলেকট্রন গ্রহণ করার জন্য
Ans-(B) ধাতু এবং হাইড্রোজেন উভয়ই ইলেক্ট্রো পজেটিভ
(ধাতু এবং হাইড্রোজেন উভয়ই ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু গ্রহণ করে না যার ফলে এদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না। অর্থাৎ এককথায় বলা যেতে পারে এখানে দেওয়া নেওয়া সম্পর্ক নেই বলে এদের মধ্যে জোট হয় না ফলে এদের কোনো বিক্রিয়াও হয় না।
* তবে কিছু কিছু ধাতু আছে যারা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে।যেমন- সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি। এই ধাতুগুলি প্রচন্ড বিক্রিয়াশীল সেজন্যই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। * এই সব ধাতুগুলি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে “হাইড্রাইড লবন”)।
42. সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
(A) অ্যাসিটিক লবল
(B) ক্ষারীয় লবন
(C) হাইড্রাইড লবন
(D) প্রশম লবল
Ans-(C) হাইড্রাইড লবন
(মাথায় রাখবে সাধারণত ধাতু হাইড্রোজেনের সাথে কোনো বিক্রিয়া করে না।কিন্তু ব্যতিক্রম সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধাতুগুলি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে “হাইড্রাইড লবন”)।
43. নিচের কোন যৌগটির অক্সাইড ফেনোফথ্যালিন দ্রবণকে গোলাপি করে?
(A) Na & K
(B) K & Cal
(C) C & P
(D) K & S
Ans-(A) Na & K (সোডিয়াম (Na) ও পটাসিয়াম (K)
(একটা জিনিস মাথায় রাখবে ফেনোফথ্যালিন দ্রবণকে গোলাপি করতে পারে ক্ষার।আর তোমরা জানো যে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়।তাই স্বাভাবিক ভাবেই সোডিয়াম এবং পটাসিয়াম ফেনোফথ্যালিন জলীয় দ্রবণকে গোলাপি করে দেয়।
* আর যদি ক্ষারীয় না হয়ে অ্যাসিডিক হতো তাহলে জলীয় দ্রবণকে বর্ণহীন করে দিত)।
44. AgNO3 দ্রবণ থেকে নিচের কোনটি Ag (সিলভার) কে অপসারিত করতে পারে না?
(A) ম্যাগনেসিয়াম
(B) জিঙ্ক
(C) গোল্ড
(D) কপার
Ans-(C) গোল্ড (Au)
(মাথায় রাখবে Ag কে অপসারিত সেই করতে পারে যে Reactivity Series অনুযায়ী Au এর আগে আছে Ag, Au এর পরে নয়।Au (গোল্ড) যেহেতু Ag এর পরে আছে তাই Ag কে অপসারিত করে বসতে পারে না।
* অর্থাৎ AgNO3 থেকে Ag কে বের করে ওখানে বসতে পারে সেই, যে Ag এর আগে আছে যেমন – ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার Ag কে সরিয়ে দিয়ে বসতে পারে)।
45. বিক্রিয়াশীলতার (Reactivity Series) অধঃক্রমের সঠিক সিরিজ কোনটি?
(A) K, Na, Ca, Al, Hg
(B) K, Al, Hg, Ca, Na
(C) Hg, Ag, Au, Cu, Na
(D) Cu, Na, Al, Zn, Na
Ans-(D) NaO2 (সোডিয়াম)
(Co, N2O, H2O -এর মধ্যে অ্যাসিড এবং ক্ষার কারুরই গুনাবলী বর্তমান থাকে না, তাই এরা প্রশম অক্সাইড।কিন্তু সোডিয়াম অক্সাইড (NaO2) -এর মধ্যে অ্যাসিড এবং ক্ষারের গুনাবলী বর্তমান থাকে তাই এটি প্রশম অক্সাইড নয়)।
47. নীচের কোনটি ক্ষারীয় অক্সাইড তৈরি করতে পারে?
(A) K
(B) S
(C) C
(D) I
Ans-(A) K
(তোমরা জানো ক্ষারীয় অক্সাইড তৈরি করে ধাতু।তোমরা দেখতে পাচ্ছো যে সালফার (S) ধাতু নয়, কার্বন(C) ধাতু নয়, আয়োডিন (I) ধাতু নয়।তাহলে এখানে ধাতু কে,- এখানে ধাতু হলো- পটাসিয়াম(k)।তাহলে পটাসিয়াম ক্ষারীয় অক্সাইড তৈরি করবে)।
Ans-(B) কপার (Cu)
(তোমরা Reactivity Series অনুযায়ী দেখতে পাচ্ছো যে কপার কিন্তু সবথেকে কম বিক্রিয়াশীল ধাতু, টিন কিন্তু নয়।
* উপরের option গুলিকে আমরা যদি পর্যায়ক্রমে সাঁজাই Reactivity Series অনুযায়ী তাহলে সেটা দাঁড়ায় হলো- অ্যালুমিনিয়াম (Al)>, ক্যালসিয়াম (Ca)>, টিন (Sn)> এবং শেষে থাকবে কপার (Cu)।
অর্থাৎ Al> Ca>Sn>Cu)।
Ans-(A) Al2O3 (অ্যালুমিনিয়াম অক্সাইড)
(তোমরা এই জিনিসটি মাথায় রাখবে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড হলো উভয়ধর্মী অক্সাইড। কারণ এদের মধ্যে অ্যাসিড ও ক্ষারের উভয় ধর্মই বর্তমান থাকে এই কারণে উভয়ধর্মী অক্সাইড)।