ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

21. নিন্মের কোন অধাতুটি তড়িৎ পরিবহন করে?
(A) কার্বন
(B) সালফার
(C) ক্লোরিন
(D) ফসফরাস

Ans-(A) কার্বন
(এখানে একটা কথা মাথায় রাখবে- অধাতু সাধারণত তড়িৎ পরিবহন করে না।কিন্তু কার্বন হলো একটি ব্যতিক্রমধর্মী অধাতু।
* কার্বনের রূপভেদ গ্রাফাইট তড়িৎ -এর সুপরিবাহী)।

22.পারদের গলনাঙ্ক কত?
(A) 0.9℃
(B) 357℃
(C) 39.9℃
(D) 38.9℃

Ans-(D) 38.9℃
(পারদের স্ফুটনাঙ্ক হলো- 357℃)।

23.সালফারের রঙ কেমন হয়?
(A) হলুদ
(B) সাদা
(C) সবুজ
(D) নীলাভ

Ans-(A) হলুদ

24.ফসফরাসের রঙ কেমন হয়?
(A) কালো
(B) সাদা
(C) সবুজ
(D) নীলাভ

Ans-(B) সাদা

25.ক্লোরিনের রঙ কেমন হয়?
(A) নীলাভ
(B) সাদা
(C) সবুজ
(D) বাদামী

Ans-(C) সবুজ

26.ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়ায় নিন্মের কোনটি তৈরি হয়?
(A) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
(B) সোডিয়াম অক্সাইড
(C) মেটাল অক্সাইড
(D) পটাসিয়াম হাইড্রোক্সাইড

Ans-(C) মেটাল অক্সাইড (ধাতব অক্সাইড)
(এই মেটাল অক্সাইড কিন্তু ক্ষারীয় হয়)।

27.নিন্মের কোন ধাতব অক্সাইড জলীয় দ্রবণে ক্ষারধর্মী হয়?
(A) সোডিয়াম অক্সাইড (Na2O)
(B) সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)
(C) পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH)
(D) উপরের সবগুলিই

Ans-(D) উপরের সবগুলিই
(ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড (Mg(OH)2) & ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড (MgO) কিন্তু জলীয় দ্রবণে ক্ষারধর্মী হয়)।

28.অধাতু অক্সাইড গুলি-
(A) অ্যাসিডিক হয়
(B) ক্ষারীয় হয়
(C) উভয়ধর্মীই হয়
(D) উপরের সবগুলিই

Ans-(A) অ্যাসিডিক হয়

29.নিন্মের কোনটি উভয়ধর্মী অক্সাইড?
(A) অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3)
(B) জিঙ্ক অক্সাইড (ZnO)
(C) গ্যালিয়াম অক্সাইড
(D) উপরের সবগুলিই

Ans-(D) উপরের সবগুলিই
(এদের মধ্যে অ্যাসিড এবং ক্ষার উভয় গুনই বর্তমান থাকে এই কারণে এদেরকে উভয়ধর্মী অক্সাইড বলা হয়)।

30.ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন নীচের কোনটি উৎপন্ন হয়?
(A) গ্যালিয়াম অক্সাইড
(B) অক্সিজেন গ্যাস এবং হাইড্রোক্সাইড
(C) ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস
(D) শুধুমাত্র B

Ans-(C) ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.