ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন
21. নিন্মের কোন অধাতুটি তড়িৎ পরিবহন করে?
(A) কার্বন
(B) সালফার
(C) ক্লোরিন
(D) ফসফরাস
22.পারদের গলনাঙ্ক কত?
(A) 0.9℃
(B) 357℃
(C) 39.9℃
(D) 38.9℃
23.সালফারের রঙ কেমন হয়?
(A) হলুদ
(B) সাদা
(C) সবুজ
(D) নীলাভ
24.ফসফরাসের রঙ কেমন হয়?
(A) কালো
(B) সাদা
(C) সবুজ
(D) নীলাভ
25.ক্লোরিনের রঙ কেমন হয়?
(A) নীলাভ
(B) সাদা
(C) সবুজ
(D) বাদামী
26.ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়ায় নিন্মের কোনটি তৈরি হয়?
(A) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
(B) সোডিয়াম অক্সাইড
(C) মেটাল অক্সাইড
(D) পটাসিয়াম হাইড্রোক্সাইড
27.নিন্মের কোন ধাতব অক্সাইড জলীয় দ্রবণে ক্ষারধর্মী হয়?
(A) সোডিয়াম অক্সাইড (Na2O)
(B) সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)
(C) পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH)
(D) উপরের সবগুলিই
28.অধাতু অক্সাইড গুলি-
(A) অ্যাসিডিক হয়
(B) ক্ষারীয় হয়
(C) উভয়ধর্মীই হয়
(D) উপরের সবগুলিই
29.নিন্মের কোনটি উভয়ধর্মী অক্সাইড?
(A) অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3)
(B) জিঙ্ক অক্সাইড (ZnO)
(C) গ্যালিয়াম অক্সাইড
(D) উপরের সবগুলিই
30.ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন নীচের কোনটি উৎপন্ন হয়?
(A) গ্যালিয়াম অক্সাইড
(B) অক্সিজেন গ্যাস এবং হাইড্রোক্সাইড
(C) ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস
(D) শুধুমাত্র B