ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন
11. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
(A) সোনা
(B) রুপো
(C) তামা
(D) ব্রোঞ্জ
12.মিষ্টি সাঁজাতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) ব্রোঞ্জের ফয়েল
(B) তামার ফয়েল
(C) রুপোর ফয়েল
(D) অ্যালুমিনিয়ামের ফয়েল
13.বিস্কুট, চকলেট, সোডিয়াম, সিগারেট ইত্যাদি প্যাক করতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) ব্রোঞ্জের ফয়েল
(B) তামার ফয়েল
(C) রুপোর ফয়েল
(D) অ্যালুমিনিয়ামের ফয়েল
14.তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী ধাতু কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল
15.তাপের সবথেকে কুপরিবাহী ধাতু নিন্মের কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল
16.তড়িৎ -এর ক্ষেত্রে সবথেকে ভালো সুপরিবাহী ধাতু নিন্মের কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল
17.ইলেকট্রিক তার কে Cover করতে কি ব্যবহার করা হয়?
(A) গ্যালভানো মিটার
(B) গ্যালভাইজেশন মিটার
(C) পলিভিনাইল ক্লোরাইড (PVC)
(D) অক্সিডাইজেশন
18.লোহার গলনাঙ্ক কত?
(A) 1136° সেলসিয়াস
(B) 1235° সেলসিয়াস
(C) 990° সেলসিয়াস
(D) 1535° সেলসিয়াস
19.”Liquid Metal”- বলা হয় কোন ধাতু কে?
(A) ব্রোমিনকে
(B) পারদকে
(C) সিলিকনকে
(D) ম্যানেসিয়ামকে
20.নীচের ধাতু গুলোর মধ্যে কোনটির গলনাঙ্ক কম?
(A) সোডিয়াম
(B) পটাসিয়াম
(C) গ্যালিয়াম
(D) সিজিয়াম