ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

91. একটি ক্লোরিন আয়নে কত ইউনিট নেগেটিভ চার্জ থাকে?
(A) 1 Unit
(B) 3 Unit
(C) 3 Unit
(D) 4 Unit

Ans-(A) 1 Unit
(তোমরা যদি ক্লোরিনের (Cl) অ্যাটোমিক নাম্বার দেখো তাহলে বুঝতে পারবে।Cl এর অ্যাটোমিক নাম্বার হলো 17।এটা ভাঙবে –
K L M
2 8 7
অর্থাৎ ক্লোরিনের (Cl) Stable হতে গেলে অর্থাৎ 7 এর জায়গায় 8 হতে গেলে আর কটা দরকার হবে,- একটা (1) দরকার হবে।অর্থাৎ Cl আয়ন আর একটা Extra নেবে এবং আয়ন তৈরি করবে।অর্থাৎ 1 Unit Negative Charge Cl এর বর্তমান থাকবে। Negative কেনো? কারণ Cl নিচ্ছে তাই)।

92. একটি নাইট্রাইড আয়নে কত অনু নেগেটিভ চার্জ থাকে?
(A) 1 Unit
(B) 3 Unit
(C) 3 Unit
(D) 4 Unit
Ans-(C) 3 Unit
(নাইট্রোজেনের Atomic Number 7 হয়।তাহলে এটা ভাঙবে-
K L
2 5
তাহলে ওর শেষ কক্ষপথে 8 হতে গেলে কটা দরকার হবে,- 3 টে দরকার হবে।তাহলে ও 3টে নেবে এবং তৈরি করবে নেগেটিভ আয়ন।নেগেটিভ কেনো,- কারণ ও নিচ্ছে তাই)।

93. নিচের কোনটির ডবল বন্ড তৈরি করবে?
(A) O2
(B) H2O
(C) NH3
(D) উপরের কোনোটিই নয়
Ans-(A) O2
(অক্সিজেন (O2), অ্যামোনিয়(NH3), এবং জল (H2O) -এই তিনটেই কিন্তু সমযোজী যৌগ।কিন্তু এখানে একমাত্র অক্সিজেনের (O2) ক্ষেত্রে ডবল বন্ড আছে)।

94. একটি নোবেল গ্যাস যার সর্ববহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে।নিন্মের কোনটি?
(A) Ar
(B) Kr
(C) He
(D) Ne
Ans-(C) He (হিলিয়াম)

95. নিন্মের কোন ধাতু গুলিকে আকরিক থেকে তড়িৎবিশ্লেষণ (Electrolysis) পদ্ধতিতে গ্রহণ করা হয়?
(A) পটাসিয়াম & সোডিয়াম
(B) ম্যাগনেসিয়াম
(C) ক্যালসিয়াম & অ্যালুমিনিয়াম
(D) উপরের সবগুলিই
Ans-(D) উপরের সবগুলিই
(তোমরা মাথায় রাখবে এই সব ধাতু গুলো কিন্তু আকরিক থেকে তড়িৎবিশ্লেষণ (Electrolysis) পদ্ধতিতে সংগ্রহ করা হয়।
* পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এরা কিন্তু উচ্চ বিক্রিয়াশীল ধাতু)।

96. নিন্মের কোনটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না?
(A) পটাসিয়াম
(B) ক্যালসিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) উপরের সবগুলিই
Ans-(D) উপরের সবগুলিই
(পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাহলে এদেরকে কি অবস্থায় পাওয়া যায়,- পাওয়া যায় যৌগ অবস্থায় অর্থাৎ ক্লোরাইড, কার্বনেট, সালফাইড এই রকম অবস্থায় পাওয়া যায়।
* প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় গোল্ডকে)।

97. উচ্চ বিক্রিয়াশীল ধাতু গুলি নিষ্কাশনের সময় কোথায় জমা পরে?
(A) নেগেটিভ ক্যাথোডে
(B) পোজিটি ক্যাথোডে
(C) নেগেটিভ ক্যাটায়নে
(D) পজিটিভ অ্যানোডে
Ans-(A) নেগেটিভ ক্যাথোডে
(উচ্চ বিক্রিয়াশীল ধাতু গুলি হলো পটাসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম।
* নেগেটিভ ক্যাথোডে উচ্চ বিক্রিয়াশীল ধাতু গুলি জমা হওয়ার কারণ ধাতু পজিটিভ চার্জড্ হয় যেখানে, সেখানে ক্যাথোডে নেগেটিভ চার্জড্ হয়)।

98. রিডিউসিং এজেন্টের প্রধান কাজ কি?
(A) মেটাল ক্লোরাইড থেকে ক্লোরিনকে বাড় করে আনা
(B) মেটাল অক্সাইড থেকে অক্সিজেনকে বাড় করে আনা
(C) শুধুমাত্র A ঠিক
(D) Both A & B
Ans-(D) Both A & B
(অর্থাৎ রিডিউসিং এজেন্টের কাজ কিছুই না, এক- হচ্ছে মেটাল ক্লোরাইড থেকে ক্লোরিনকে বাড় করে আনা ফলে মেটাল আলাদা হয়ে যাচ্ছে।আর দুই- মেটাল অক্সাইড থেকে অক্সিজেনকে বাড় করে আনা ফলে মেটাল আলাদা হয়ে যাচ্ছে।
* মনে রাখবে ক্লোরাইড ক্লোরিন হিসেবে জমা হয় অ্যানোডে।আর অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জমা হয় অ্যানোডে)।

99. অত্যন্ত বিক্রিয়াশীল (Reactive Matal) ধাতুগুলির ক্ষেত্রে কি ব্যবহার করা হয়?
(A) অক্সাইড
(B) ক্লোরাইড
(C) কার্বন
(D) Both A & B
Ans-(D) Both A & B
(এখানে একটা কথা মাথায় রাখবে উচ্চ বিক্রিয়াশীল ধাতুগুলির ক্ষেত্রে (পটাসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম) আমরা অক্সাইড এবং ক্লোরাইড ব্যবহার করি। এবং অপেক্ষাকৃত কম বিক্রিয়াশীল ধাতুর ক্ষেত্রে কার্বন এবং সালফাইড ব্যবহার করি)।

100. অপেক্ষাকৃত কম বিক্রিয়াশীল ধাতু নিষ্কাশনের রিডিউসিং এজেন্ট হিসেবে নিন্মের কোনটি ব্যবহার করি?
(A) অক্সাইড
(B) সালফাইড
(C) কার্বন
(D) Both B & C
Ans-(D) Both B & C
(অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করা কার্বনেট বা সালফাইড থেকে সহজ হয়।মাথায় রাখবে জিঙ্ক, লোহা , টিন, লেড, সিসা ইত্যাদির যে আকরিক তা কার্বনেট বা সালফাইড হয়।ফলে এদের থেকে যেহেতু সহজে ধাতুকে বাড় করে আনা যায় না সেহেতু কার্বনেট এবং সালফাইডকে প্রথমে অক্সাইডে পরিণত করা হয়।তারপর অক্সাইড থেকে ধাতুকে নিষ্কাশন করা হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.