Ans-(A) ইলেক্ট্রো পজেটিভ হয়
(ইলেক্ট্রো পজেটিভ কথার মানে হচ্ছে যখন ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন দান করা হয় এবং তার ফলে একটা Positive Ion তৈরি হয়।Positive Ion তৈরি করে ধাতু গুলো এই জন্য এদেরকে বলা হয় ইলেক্ট্রো পজেটিভ।
* অর্থাৎ যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন পজেটিভ আয়নে পরিণত হয় পরমাণু এবং পজেটিভ আয়ন তৈরি করে Metal)
2.ধাতু গুলি পজেটিভ আয়ন কিভাবে তৈরি করে?
(A) ইলেকট্রন গ্রহণ করে
(B) ইলেকট্রন ত্যাগ করে
(C) Both A & B
(D) উপরের কোনোটিই নয়
Ans-(B) ইলেকট্রন ত্যাগ করে
3.পৃথিবীর শিলামন্ডল (Crust) -এ সব থেকে বেশি পাওয়া যায় কোন ধাতু?
(A) কপার
(B) ম্যাগনেসিয়াম
(C) অ্যালুমিনিয়াম
(D) লোহা
9.নিচের কোনটি ধাতুর সবচেয়ে বড় গুন?
(A) প্রসারণশীলতা (Malleability)
(B) নমনীয়তা (Ductility)
(C) ধাতু গুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে ভালো
(D) Both A & B
Ans-(D) Both A & B
(এই প্রসারণশীলতা (Malleability) হলো ধাতুর সবচেয়ে বড় গুন।
* একটা মোটা ধাতুর রডকে পিটিয়ে পাতলা শিটে পাওয়া যায় এই Malleability -র কারণে।
* নমনীয়তা (Ductility) :- ধাতুকে সরু এবং লম্বা তারে পরিণত করা যায় এই Ductility -র কারণে)।