জীব বিজ্ঞান : চলন ও গমন

61.মাছের গমন অঙ্গের নাম কি?
(A) মেরুদণ্ডের দুপাশে “V”-আকৃতির ‘মায়োটোম’ পেশী
(B) পাখনা রশ্মিযুক্ত জোড় ও বিজোড় ‘পাখনা’।
(C) দেহের ভিতরে অবস্থিত ‘পটকা’
(D) উপরের সবগুলিই

Ans- (D) উপরের সবগুলিই
(অর্থাৎ মাছের গমন অঙ্গ গুলির নাম হলো ‘মায়োটোম’ পেশী,’পটকা’ এবং ‘পাখনা’।* মাছের উদস্থিতি বা প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো “পটকা”।* ‘মায়োটোম পেশী’ মাছের গমনে সাহায্য করে)।

62.সিপিয়ার শরীরে কি ধরণের চলন দেখা যায়?
(A) জেট গতির চলন
(B) নিকটিট্যাকটিক চলন
(C) ঘুমন্ত চলন
(D) আর্দ্র চলন

Ans- (A) জেট গতির চলন
(সিপিয়া,অক্টোপাস,ললিগো প্রভৃতি প্রাণীর শরীরে জেট গতির চলন দেখা যায়)।

63.নিন্মের কোনটিতে ঘুমন্ত চলন দেখা যায়?
(A) তেঁতুল গাছের পাতায়
(B) বাবলা গাছের পাতায়
(C) শিরিষ গাছের পাতায়
(D) উপরের সবগুলিই

Ans- (D) উপরের সবগুলিইব
(তেঁতুল,বাবলা,শিরিষ প্রভৃতি উদ্ভিদের পাতা তাপ ও আলোকের মিলিত উদ্দীপনায় খুলে যায় আবার সূর্যাস্তের পরে মুদে যায়।এইসব উদ্ভিদের পাতা দিনের বেলায় খোলা থাকে,কিন্তু রাতের বেলায় মুদে যায়-এই ধরনের চলনকে “ঘুমন্ত চলন” বলে)।

64.মাছের গমনে সাহায্যকারী পেশীর নাম কি?
(A) হৃদ পেশী
(B) ঐচ্ছিক পেশী
(C) অনৈচ্ছিক পেশী
(D) মায়োটোম পেশী

Ans- (D) মায়োটোম পেশী
(মাছের মেরুদণ্ডের দুপাশে ‘V’- আকৃতির যে পেশী দেখা যায় তাকে মায়োটোম পেশী বলে)।

65.অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
(A) নালিকাপদ
(B) ক্ষণপদ
(C) অ্যামিবয়েড
(D) ক্ষুদ্রান্ত

Ans- (B) ক্ষণপদ (সিউডোপোডিয়া)
(অ্যামিবার গমন পদ্ধতির নাম হলো “অ্যামিবয়েড”।
* অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে।
* অ্যামিবা খাদ্যগ্রহণ ও গমনের সময় “ক্ষণপদ” সৃষ্টি করে)।

66.প্যারাসিয়ামের গমন অঙ্গের নাম কি?
(A) কর্ষিকা
(B) নালিকাপদ
(C) সিলিয়া
(D) প্যারাসিয়াম

Ans- (C) সিলিয়া
(প্যারাসিয়ামের গমন পদ্ধতির নাম হলো সিলিয়ারি গমন)।

67.কেঁচোর গমন অঙ্গের নাম কি?
(A) সিটা
(B) ক্ষুদ্রান্ত
(C) নেরিস
(D) প্যাডেল

Ans- (A) সিটা (বহুবচনে সিটাকে ‘সিটি’ বলে)
(কেঁচোর গমনে সাহায্যকারী পেশী “অনুদৈর্ঘ্য” ও “বৃত্তাকার পেশী”।
* কেঁচোর গমন পদ্ধতির নাম “ক্রিপিং”)।

68.সল-জেল মতবাদের উপর ভিত্তি করে কার গমন সম্পূর্ণ হয়?
(A) কেঁচোর
(B) তিমির
(C) অ্যামিবার
(D) চিংড়ির

Ans- (C) অ্যামিবার
(অ্যামিবার ক্ষণপদের অগ্রাংশ ভোঁতা ও মোটা বলে একে “লোবোপোডিয়া” বলে)।

69.আরশোলার গমন অঙ্গের নাম কি?
(A) তিন জোড়া পা
(B) দু’জোড়া ডানা
(C) বক্ষ
(D) A এবং B দুটোই ঠিক

Ans- (D) A এবং B দুটোই ঠিক
(আরশোলার তিন জোড়া পা এবং দু’জোড়া ডানা হলো গমন অঙ্গ।
* আরশোলার গমন পদ্ধতির নাম হলো ‘হাঁটা'(ওয়াকিং) ও ‘ওড়া'(ফ্লাইং)।
* আরশোলার গমনে সাহায্য করে “বহিঃকঙ্কাল”।
* আরশোলার পাশাপাশি কাঁকড়াও “বহিঃকঙ্কাল” গমনে সাহায্য করে। অর্থাৎ আরশোলা ও কাঁকড়ার গমনে সাহায্য করে “বহিঃকঙ্কাল”)।

70.পতঙ্গের ক’ জোড়া পা আছে?
(A) এক জোড়া
(B) দু’জোড়া
(C) তিন জোড়া
(D) চার জোড়া

Ans- (C) তিন জোড়া
(আরশোলার তিন জোড়া পা আছে)।

আরো পড়ুন

ভৌত বিজ্ঞান জিকে (Physics GK)বিজ্ঞান জিকে (পরিমাপ ও একক)
কোষ সম্বন্ধীয় প্রশ্ন GK)কোষের গঠন ও কোষ বিভাজন 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.