61.মাছের গমন অঙ্গের নাম কি? (A) মেরুদণ্ডের দুপাশে “V”-আকৃতির ‘মায়োটোম’ পেশী (B) পাখনা রশ্মিযুক্ত জোড় ও বিজোড় ‘পাখনা’। (C) দেহের ভিতরে অবস্থিত ‘পটকা’ (D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই (অর্থাৎ মাছের গমন অঙ্গ গুলির নাম হলো ‘মায়োটোম’ পেশী,’পটকা’ এবং ‘পাখনা’।* মাছের উদস্থিতি বা প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো “পটকা”।* ‘মায়োটোম পেশী’ মাছের গমনে সাহায্য করে)।
62.সিপিয়ার শরীরে কি ধরণের চলন দেখা যায়? (A) জেট গতির চলন (B) নিকটিট্যাকটিক চলন (C) ঘুমন্ত চলন (D) আর্দ্র চলন
Ans- (A) জেট গতির চলন (সিপিয়া,অক্টোপাস,ললিগো প্রভৃতি প্রাণীর শরীরে জেট গতির চলন দেখা যায়)।
Ans- (B) ক্ষণপদ (সিউডোপোডিয়া) (অ্যামিবার গমন পদ্ধতির নাম হলো “অ্যামিবয়েড”। * অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে। * অ্যামিবা খাদ্যগ্রহণ ও গমনের সময় “ক্ষণপদ” সৃষ্টি করে)।
68.সল-জেল মতবাদের উপর ভিত্তি করে কার গমন সম্পূর্ণ হয়? (A) কেঁচোর (B) তিমির (C) অ্যামিবার (D) চিংড়ির
Ans- (C) অ্যামিবার (অ্যামিবার ক্ষণপদের অগ্রাংশ ভোঁতা ও মোটা বলে একে “লোবোপোডিয়া” বলে)।
69.আরশোলার গমন অঙ্গের নাম কি? (A) তিন জোড়া পা (B) দু’জোড়া ডানা (C) বক্ষ (D) A এবং B দুটোই ঠিক
Ans- (D) A এবং B দুটোই ঠিক (আরশোলার তিন জোড়া পা এবং দু’জোড়া ডানা হলো গমন অঙ্গ। * আরশোলার গমন পদ্ধতির নাম হলো ‘হাঁটা'(ওয়াকিং) ও ‘ওড়া'(ফ্লাইং)। * আরশোলার গমনে সাহায্য করে “বহিঃকঙ্কাল”। * আরশোলার পাশাপাশি কাঁকড়াও “বহিঃকঙ্কাল” গমনে সাহায্য করে। অর্থাৎ আরশোলা ও কাঁকড়ার গমনে সাহায্য করে “বহিঃকঙ্কাল”)।
70.পতঙ্গের ক’ জোড়া পা আছে? (A) এক জোড়া (B) দু’জোড়া (C) তিন জোড়া (D) চার জোড়া