জীব বিজ্ঞান : চলন ও গমন

51.প্রোটোপ্লাজমে কি ধরনের চলন দেখা যায়?
(A) রোটেশন চলন
(B) নিকটিট্যাকটিক চলন
(C) সারকুলেশন চলন
(D) A এবং C দুটোই ঠিক

Ans- (D) A এবং C দুটোই ঠিক

52.কোন উদ্ভিদে ন্যুটেশন বা বলন দেখা যায়?
(A) সিম গাছে
(B) কুমড়ো গাছে
(C) বেগুন গাছে
(D) পটল গাছে

Ans- (A) সিম গাছে
(সিম,অপরাজিতা ইত্যাদি বল্লীজাতীয় উদ্ভিদে ন্যুটেশন বা বলন দেখা যায়)।

53.বনচাঁড়ালের পার্শ্ব-পত্রকে কি রকম চলন দেখা যায়?
(A) প্রকরণ চলন
(B) জিওট্রপিক চলন
(C) কেমোট্যাকটিক চলন
(D) হাইপোন্যাস্টি চলন

Ans- (A) প্রকরণ চলন

54.নিন্মের কোনটি অচল অস্থির উদাহরণ-
(A) কব্জা সন্ধি
(B) উরুর সন্ধি
(C) করোটির সন্ধি
(D) A এবং B উভয়ই সঠিক

Ans- (C) করোটির সন্ধি
(জানুসন্ধি হলো সচল সন্ধির উদাহরণ)।

55.ফার্নের শুক্রাণুর চলন কোন অ্যাসিড দ্বারা প্রভাবিত হয়?
(A) সালফিউরিক অ্যাসিড দ্বারা
(B) নাইট্রিক অ্যাসিড দ্বারা
(C) নাইট্রাস অ্যাসিড দ্বারা
(D) ম্যালিক অ্যাসিড দ্বারা

Ans- (D) ম্যালিক অ্যাসিড দ্বারা

56.ফটোট্রপিক চলনের অপর নাম কি?
(A) হেলিওট্রপিক চলন
(B) হেলিওট্রপিজম
(C) অর্গিয়াজম
(D) নেগেটিভ চলন

Ans- (B) হেলিওট্রপিজম
(ফটোট্রপিক চলনে আলোর উৎস সূর্য বলে ফটোট্রপিক চলনকে হেলিওট্রপিজম বলে (Helio কথার অর্থ সূর্য)।

57.গমনে সক্ষম একটি ছত্রাকের নাম করো?
(A) মাইকোক্যালিক্স
(B) মিক্সোমাইসিটিস
(C) মিক্সোমাইটিস
(D) স্পঞ্জ

Ans- (B) মিক্সোমাইসিটিস
(মিক্সোমাইসিটিস হলো এমন একটি ছত্রাক বা উদ্ভিদ যাতে অ্যামিবয়েড চলন দেখা যায়।
* অ্যামিবা নামে একটি প্রাণী যাতে অ্যামিবয়েড চলন চলন দেখা যায়)।

58.একটি শিশুর দেহে মোট অস্থির সংখ্যা কতগুলি থাকে?
(A) 206 টি
(B) 400 টি
(C) 100 টি
(D) 350 টি

Ans- (D) 350 টি
(* একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে অস্থির সংখ্যা থাকে 206 টি)।

59.লিপ্তপদ যুক্ত দুটি প্রাণীর নাম করো?
অথবা লিপ্তপদ গমনে সাহায্য করে এমন দুটি প্রাণীর উদাহরণ দাও?
(A) বাদুড় ও ছাগল
(B) আরশোলা ও সাপ
(C) হাঁস ও ব্যাঙ
(D) তিমি ও হাঁস

Ans- (C) হাঁস ও ব্যাঙ(পশ্চাদপদ)
(পায়ের আঙ্গুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকলে তাকে লিপ্তপদ বলে)।

60.মানুষের মেরুদণ্ডে কয়টি অস্থি থাকে?
(A) 33 টি
(B) 32 টি
(C) 16 টি
(D) 9 টি

Ans- (A) 33 টি(26)
(* 33 (26)টি (শেষ 9 টি অস্থি যুক্ত হয়ে দুটি অস্থি গঠন করে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.