জীব বিজ্ঞান : চলন ও গমন
51.প্রোটোপ্লাজমে কি ধরনের চলন দেখা যায়?
(A) রোটেশন চলন
(B) নিকটিট্যাকটিক চলন
(C) সারকুলেশন চলন
(D) A এবং C দুটোই ঠিক
52.কোন উদ্ভিদে ন্যুটেশন বা বলন দেখা যায়?
(A) সিম গাছে
(B) কুমড়ো গাছে
(C) বেগুন গাছে
(D) পটল গাছে
53.বনচাঁড়ালের পার্শ্ব-পত্রকে কি রকম চলন দেখা যায়?
(A) প্রকরণ চলন
(B) জিওট্রপিক চলন
(C) কেমোট্যাকটিক চলন
(D) হাইপোন্যাস্টি চলন
54.নিন্মের কোনটি অচল অস্থির উদাহরণ-
(A) কব্জা সন্ধি
(B) উরুর সন্ধি
(C) করোটির সন্ধি
(D) A এবং B উভয়ই সঠিক
55.ফার্নের শুক্রাণুর চলন কোন অ্যাসিড দ্বারা প্রভাবিত হয়?
(A) সালফিউরিক অ্যাসিড দ্বারা
(B) নাইট্রিক অ্যাসিড দ্বারা
(C) নাইট্রাস অ্যাসিড দ্বারা
(D) ম্যালিক অ্যাসিড দ্বারা
56.ফটোট্রপিক চলনের অপর নাম কি?
(A) হেলিওট্রপিক চলন
(B) হেলিওট্রপিজম
(C) অর্গিয়াজম
(D) নেগেটিভ চলন
57.গমনে সক্ষম একটি ছত্রাকের নাম করো?
(A) মাইকোক্যালিক্স
(B) মিক্সোমাইসিটিস
(C) মিক্সোমাইটিস
(D) স্পঞ্জ
58.একটি শিশুর দেহে মোট অস্থির সংখ্যা কতগুলি থাকে?
(A) 206 টি
(B) 400 টি
(C) 100 টি
(D) 350 টি
59.লিপ্তপদ যুক্ত দুটি প্রাণীর নাম করো?
অথবা লিপ্তপদ গমনে সাহায্য করে এমন দুটি প্রাণীর উদাহরণ দাও?
(A) বাদুড় ও ছাগল
(B) আরশোলা ও সাপ
(C) হাঁস ও ব্যাঙ
(D) তিমি ও হাঁস
60.মানুষের মেরুদণ্ডে কয়টি অস্থি থাকে?
(A) 33 টি
(B) 32 টি
(C) 16 টি
(D) 9 টি