ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ
(A) বেগুনি
(B) হলুদ
(C) লাল
(D) লাল [/bg_collapse view="button-green" color="#4a4949" icon="zoom" expand_text="Show Ans" collapse_text="Hide Ans" ]Ans-(D) লাল [/bg_collapse]
42. আলোক বর্ণালীতে কোন রং-এর আলোর গতিবেগ সব থেকে বেশি?
(A) লাল
(B) সাদা
(C) হলুদ
(D) সবুজ
43. আলোর বর্ণালীতে নিন্মের কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে? কম?
(A) আকাশী নীল (Blue)
(B) গাঢ়নীল(Indigo)
(C) বেগুনি (Violet)
(D) সবুজ
44. নিন্মের কোন আলোর গতিবেগ সবথেকে বেশি?
(A) কমলা
(B) হলুদ
(C) সবুজ
(D) বেগুনী
45. লাল রঙের আলো সব থেকে কম বেঁকে যায় কারন?
(A) লাল রঙের আলো তির্যকভাবে পরে।
(B) লাল রঙের আলো ভারী বেশি
(C) লাল রঙের গতিবেগ সব থেকে কম।
46. যখন কোনো আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন এটি প্রিজমের কোন অংশ দিয়ে বেঁকে যায়?
(A) সরু অংশের দিকে
(B) মাঝখানের দিকে
(C)বমোটা অংশের দিকে
(D) সব কটি ঠিক
47. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
(A) 3000 μm থেকে 0.4 μm এর মধ্যে
(B) 0.1 μm থেকে 0.4 μm এর মধ্যে
(C) 0.4 μm থেকে 0.7 μmএর মধ্যে
(D) 0.7 μm থেকে 1000 μm এর মধ্যে
48. আলোর গতিবেগ সবথেকে বেশি হয়?
(A) হীরা
(B) কাচ
(C) কঠিন মাধ্যমে
(D) শূন্য মাধ্যমে
49. সাধারণ আয়নার ফোকাল দূরত্ব –
(A) নেগেটিভ
(B) পজিটিভ
(C) শূন্য
(D) ইনফিনিটিভ
50. গাড়িতে লাগানো সাইড মিরর (দর্পন) কোন ধরনের হয়?
(A) উত্তল দর্পন
(B) সাধারণ দর্পন
(C) অবতল দর্পন
(D) ইনভার্টেড দর্পন