ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ

41. নিচের তিনটি রং এর মধ্যে কোন রংটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি?
(A) বেগুনি
(B) হলুদ
(C) লাল
(D) লাল [/bg_collapse view="button-green" color="#4a4949" icon="zoom" expand_text="Show Ans" collapse_text="Hide Ans" ]Ans-(D) লাল [/bg_collapse]
42. আলোক বর্ণালীতে কোন রং-এর আলোর গতিবেগ সব থেকে বেশি?
(A) লাল
(B) সাদা
(C) হলুদ
(D) সবুজ
Ans-(A) লাল

43. আলোর বর্ণালীতে নিন্মের কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে? কম?
(A) আকাশী নীল (Blue)
(B) গাঢ়নীল(Indigo)
(C) বেগুনি (Violet)
(D) সবুজ
Ans-(C) বেগুনি (Violet)

44. নিন্মের কোন আলোর গতিবেগ সবথেকে বেশি?
(A) কমলা
(B) হলুদ
(C) সবুজ
(D) বেগুনী
Ans-(A) কমলা

45. লাল রঙের আলো সব থেকে কম বেঁকে যায় কারন?
(A) লাল রঙের আলো তির্যকভাবে পরে।
(B) লাল রঙের আলো ভারী বেশি
(C) লাল রঙের গতিবেগ সব থেকে কম।
Ans-(D) লাল রঙের আলোর
গতি সব থেকে বেশি (এখানে রং অনুযায়ী গতিবেগ কম থেকে বেশি এই অর্ডার অনুযায়ী VIBGYOR হবে .
V=Violet , I= Indigo, B=Blue , G= Green, Y=Yellow , O=Orange , R=Red

46. যখন কোনো আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন এটি প্রিজমের কোন অংশ দিয়ে বেঁকে যায়?
(A) সরু অংশের দিকে
(B) মাঝখানের দিকে
(C)বমোটা অংশের দিকে
(D) সব কটি ঠিক
Ans-(D) সব কটি ঠিক

47. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
(A) 3000 μm থেকে 0.4 μm এর মধ্যে
(B) 0.1 μm থেকে 0.4 μm এর মধ্যে
(C) 0.4 μm থেকে 0.7 μmএর মধ্যে
(D) 0.7 μm থেকে 1000 μm এর মধ্যে
Ans-(C) 0.4 μm থেকে 0.7 μm এর মধ্যে

48. আলোর গতিবেগ সবথেকে বেশি হয়?
(A) হীরা
(B) কাচ
(C) কঠিন মাধ্যমে
(D) শূন্য মাধ্যমে
Ans-(D) শূন্য মাধ্যমে

49. সাধারণ আয়নার ফোকাল দূরত্ব –
(A) নেগেটিভ
(B) পজিটিভ
(C) শূন্য
(D) ইনফিনিটিভ
Ans-(D) ইনফিনিটিভ (Infinitive)।

50. গাড়িতে লাগানো সাইড মিরর (দর্পন) কোন ধরনের হয়?
(A) উত্তল দর্পন
(B) সাধারণ দর্পন
(C) অবতল দর্পন
(D) ইনভার্টেড দর্পন
Ans-(A) উত্তল দর্পন

  
  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.