ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ

31.কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি?
(A) নীল
(B) হলুদ
(C) কমলা
(D) লাল

Ans-(D) লাল

32.কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম?
(A) বেগুনি
(B) নীল
(C) হলুদ
(D) লাল

Ans-(A) বেগুনি
(বেগুনি বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম বলে বেশি বেঁকে যায়)।

33.প্রিজম দ্বারা আলোর সাতটি রং ভেঙে যাওয়া কে কি বলা হয়?
(A) বিচ্ছুরণ
(B) প্রতিফলন
(C) সংকট
(D) কোনটিই নয়

Ans-(A) বিচ্ছুরণ

34.বিচ্ছুরণ এর সময় কোন রঙের আলো সব থেকে কম বেঁকে থাকে?
(A) লাল
(B) নীল
(C) বেগুনি
(D) হলুদ

Ans-(A) লাল
(লাল বর্ণের আলোর গতিবেগ এবং ওয়েভ দৈর্ঘ্য সব থেকে বেশি তাই কম বেঁকেথাকে।* লাল রঙের আলোক রশ্মির বিচ্ছুতিকোণ সব থেকে কম)।

35.কে প্রমান করেন যে সূর্যালোক সাতটি রং-এর মিশ্রণ?
(A) নিউটন
(B) অ্যারিস্টটল
(C) কোপারনিকাস
(D) গ্যালিলিও

Ans-(A) নিউটন

36.কত সালে স্যার আইজ্যাক নিউটন প্রমান করেন যে সূর্যালোক সাতটি রং-এর মিশ্রণ?
(A) 1663 সালে
(B) 1634 সালে
(C) 1636 সালে
(D) 1665 সালে

Ans-(D) 1665 সালে

37.একটি প্রিজম কে সমতলের উপর যদি এমনভাবে রাখা হয় যে ত্রিভুজের সূচলো অংশটি উপর দিকে থাকে তাহলে বিচ্ছুরণের সময় কোন রঙকে উপরে দেখা যাবে?
(A) লাল
(B) সবুজ
(C) বেগুনি
(D) হলুদ

Ans-(A) লাল
(এবং সব থেকে নীচে দেখা যাবে বেগুনি রংকে)।

38.অবতল দর্পনের ক্ষেত্রে Focus এবং Pole এর মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে কি ধরণের প্রতিবিম্ব তৈরি হয়?
(A) বক্র কেন্দ্রিক প্রতিবিম্ব
(B) অসদ্ বিম্ব এবং সমশীর্ষ (Virtual & Erect)
(C) প্রকৃত বস্তুর থেকে ছোট হবে
(D) উপরের সবগুলোই ঠিক

Ans-(B) অসদ্ বিম্ব এবং সমশীর্ষ (Virtual & Erect)
(এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবে Focus এবং Pole এর মধ্যে যখন কোনো বস্তু থাকবে তখন প্রতিবিম্ব হবে অসদ্ বিম্ব এবং সমশীর্ষ (Virtual & Erect)।* অবতল দর্পনের ক্ষেত্রে প্রতিবিম্ব অসদ্ হয় শুধুমাত্র Focus & Pole এর মধ্যে বস্তু রাখলে। বাকি সবক্ষেত্রে সদ্ বিম্ব (Real Image) উৎপন্ন হয় এবং image উল্টো হবে। এবং এই ক্ষেত্রে Focus & Pole এর মধ্যে বস্তু থাকলে এটি দর্পনের পশ্চাতে (Behind the Mirror) থাকবে
এবং প্রকৃত বস্তুর থেকে বড় (Enlarged) এবং সোজা হয়)।

39.অবতল দর্পনে বস্তু Focus এ বসালে কেমন প্রতিবিম্ব উৎপন্ন হবে?
(A) স্বাভাবিক প্রতিবিম্ব তৈরি হবে
(B) সদবিম্ব তৈরি হবে এবং লম্বভাবে উল্টো হবে
(C) অসদ প্রতিবিম্ব তৈরি হবে
(D) উপরে কটিই ঠিক

Ans-(B) সদবিম্ব তৈরি হবে এবং লম্বভাবে উল্টো হবে (Real Image)।
(এবং প্রকৃত বস্তুর থেকে বহুদূরে অবস্থান করে * প্রকৃত বস্তুর থেকে এটি বড় হয় (Enlarged)।

40.কখন প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পনের ক্ষেত্রে?
(A) বক্র কেন্দ্রে (At Centre of Curvature)
(B) মাঝখানে
(C) বস্তু যখন Focus & Pole এর মধ্যে থাকে
(D) সবগুলোই ঠিক
Ans-(A) বক্র কেন্দ্রে (At Centre of Curvature)
(এবং এখানে সদবিম্ব লম্বভাবে উল্টো হয় এবং প্রকৃত বস্তুর সমকারের (Same Sized) হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.