ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ
31.কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি?
(A) নীল
(B) হলুদ
(C) কমলা
(D) লাল
32.কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম?
(A) বেগুনি
(B) নীল
(C) হলুদ
(D) লাল
33.প্রিজম দ্বারা আলোর সাতটি রং ভেঙে যাওয়া কে কি বলা হয়?
(A) বিচ্ছুরণ
(B) প্রতিফলন
(C) সংকট
(D) কোনটিই নয়
34.বিচ্ছুরণ এর সময় কোন রঙের আলো সব থেকে কম বেঁকে থাকে?
(A) লাল
(B) নীল
(C) বেগুনি
(D) হলুদ
35.কে প্রমান করেন যে সূর্যালোক সাতটি রং-এর মিশ্রণ?
(A) নিউটন
(B) অ্যারিস্টটল
(C) কোপারনিকাস
(D) গ্যালিলিও
36.কত সালে স্যার আইজ্যাক নিউটন প্রমান করেন যে সূর্যালোক সাতটি রং-এর মিশ্রণ?
(A) 1663 সালে
(B) 1634 সালে
(C) 1636 সালে
(D) 1665 সালে
37.একটি প্রিজম কে সমতলের উপর যদি এমনভাবে রাখা হয় যে ত্রিভুজের সূচলো অংশটি উপর দিকে থাকে তাহলে বিচ্ছুরণের সময় কোন রঙকে উপরে দেখা যাবে?
(A) লাল
(B) সবুজ
(C) বেগুনি
(D) হলুদ
38.অবতল দর্পনের ক্ষেত্রে Focus এবং Pole এর মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে কি ধরণের প্রতিবিম্ব তৈরি হয়?
(A) বক্র কেন্দ্রিক প্রতিবিম্ব
(B) অসদ্ বিম্ব এবং সমশীর্ষ (Virtual & Erect)
(C) প্রকৃত বস্তুর থেকে ছোট হবে
(D) উপরের সবগুলোই ঠিক
39.অবতল দর্পনে বস্তু Focus এ বসালে কেমন প্রতিবিম্ব উৎপন্ন হবে?
(A) স্বাভাবিক প্রতিবিম্ব তৈরি হবে
(B) সদবিম্ব তৈরি হবে এবং লম্বভাবে উল্টো হবে
(C) অসদ প্রতিবিম্ব তৈরি হবে
(D) উপরে কটিই ঠিক
40.কখন প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পনের ক্ষেত্রে?
(A) বক্র কেন্দ্রে (At Centre of Curvature)
(B) মাঝখানে
(C) বস্তু যখন Focus & Pole এর মধ্যে থাকে
(D) সবগুলোই ঠিক