ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ
21.আপতন কোণ (Incident Angel) কখন প্রতিফলন কোনের সমান হয়?
(A) সব সময়
(B) কখনো কখনো
(C) কখনোই নয়
(D) যখন আপতিত রশ্মি 90°তে পতিত হয়
22.সমতল দর্পন এবং একটি আপতিত রশ্মি মধ্যে উৎপন্ন কোনের মান 30° আপতিত এবং প্রতিফলিত রশ্মি মধ্যে উৎপন্ন কোনের মান কত হবে?
(A) 30°
(B) 60°
(C) 90°
(D) 120°
23.সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব হলো –
(A) অসদ বিম্ব (Virtual)
(B) সদ বিম্ব( Real)
(C) প্রকৃত বস্তু অপেক্ষা ছোট (Diminished)
(D) লম্ব ভাবে উল্টো (Upside down)
24.সমতল দর্পণ এবং আপতিত রশ্মি মধ্যে কোণের মান 90°। তাহলে প্রতিফলন কোণের মান কত হবে ?
(A) 30°
(B) 0°
(C) 60°
(D) 90°
25.সমতল দর্পণে উৎপন্ন একটি প্রতিবিম্ব
(A) সদবিম্ব,দর্পনের পিছনে উৎপন্ন হয় এবং বড়ো
(B) অসদ বিম্ব,দর্পনের পিছনে উৎপন্ন হয় এবং বড়ো
(C) অসদ বিম্ব,দর্পনের পিছনে উৎপন্ন হয় এবং সম আকারের
(D) লম্বা ভাবে উল্টো
26.একটি উত্তল দর্পনের Focus দুরত্ব বক্র ব্যাসার্ধের কি হয়?
(A) দ্বিগুন হয়
(B) অর্ধেক হয়
(C) সমান হয়
(D) চার গুন হয়
27.কোন ধরনের দর্পনে আলোক রশ্মি গুচ্ছ অভিসারিত (Converge) বা মিলিত হয়?
(A) উত্তল দর্পনে
(B) অবতল দর্পনে
(C) সমতল দর্পনে
(D) সিনেমার পর্দায়
28.কোন ধরনের দর্পনে ফোকাস (Focus) দর্পনের পশ্চাতে অবস্থান করে?
(A) উত্তল দর্পনে
(B) অবতল দর্পনে
(C) সমতল দর্পনে
(D) সিনেমার পর্দায়
29.কোন রং এর আলোক রশ্মির বিচ্ছুতিকোণ সব থেকে বেশি?
(A) লাল
(B) কালো
(C) হলুদ
(D) বেগুনি
30.কোন রং এর আলোক রশ্মির বিচ্ছুতিকোণ সব থেকে কম?
(A) লাল
(B) কালো
(C) কমলা
(D) হলুদ