ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ
11.Pin-hole Camera (সূচীছিদ্র ক্যামেরা) তে ক্যামেরা স্থির রেখে আলোক উৎসটিকে ছিদ্র (Pin-hole) থেকে দূরে নিয়ে গেলে প্রতিচ্ছবির (Image) আকার কিরূপ হবে?
(A) বড়ো হবে
(B) একই থাকবে
(C) ছোটো হবে
(D) উল্টো হবে
12.Pin-hole Camera (সূচীছিদ্র ক্যামেরা) তে ক্যামেরা স্থির রেখে আলোক উৎসটিকে ছিদ্র (Pin-hole) থেকে কাছে নিয়ে গেলে প্রতিচ্ছবির (Image) আকার কিরূপ হবে?
(A) বড়ো হবে
(B) একই থাকবে
(C) ছোটো হবে
(D) উল্টো হবে
13.Pin-hole (সূচীছিদ্র) ক্যামেরাতে ছিদ্র (Pin-hole) থেকে আলোক উৎসের দূরত্ব স্থির রেখে যদি ছিদ্র থেকে ক্যামেরার পর্দার দূরত্ব বাড়ানো হয় তবে প্রতিচ্ছবির (Image) কিরূপ হবে?
(A) একই থাকবে
(B) বাড়বে
(C) উল্টে যাবে
(D) কমবে
14.Pin-hole (সূচীছিদ্র) ক্যামেরাতে ছিদ্র (Pin-hole) থেকে আলোক উৎসের দূরত্ব স্থির রেখে যদি ছিদ্র থেকে ক্যামেরার পর্দার দূরত্ব কমানো হয় তবে প্রতিচ্ছবির (Image) কিরূপ হবে?
(A) একই থাকবে
(B) বাড়বে
(C) উল্টে যাবে
(D) কমবে
15.সাধারণ আয়নাতে (Plane Mirror) আলোর প্রতিচ্ছবির (Image) প্রকৃতি কিরূপ হবে?
(A) অসদ্ বিম্ব (Virtual)
(B) উত্থিত (Erect)
(C) পার্শ্বীয় পরিবর্তিত (Laterally Inverted)
(D) উপরের সবকটিই
16.সাধারণ আয়নাতে বস্তুর পার্শ্বীয় পরিবর্তন আলোর কোন ধর্মের জন্য হয়?
(A) আলোর প্রতিফলের জন্য হয়
(B) আলোর প্রতিসরণের জন্য হয়
(C) আলোর প্রতিফলকের জন্য হয়
(D) আলোর সাধারণ গতিবেগের জন্য হয়
17.আপতিত রশ্মি এবং প্রতিফলকের মধ্যে কোণ 35 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত?
(Angle between Mirror and incidentray is 35° what is the angle of Reflection)।
(A) 75°
(B) 60°
(C) 70°
(D) 55°
18.আপতিত রশ্মি এবং প্রতিফলকের মধ্যে কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত?
(Angle between Mirror and incidentray is 50° what is the angle of Reflection)।
(A) 75°
(B) 40°
(C) 70°
(D) 45°
19.প্রতিফলক এবং বস্তুর মধ্যে দূরত্ব 4 মিটার হলে বস্তু এবং তার প্রতিবিম্বের দূরত্ব কত?
(Distance between Mirror and object is 4m what is the distance between and it’s image)
(A) 4 মিটার
(B) 8 মিটার
(C) 12 মিটার
(D) 6 মিটার
20.প্রতিফলক এবং বস্তুর মধ্য 4 মিটার।যদি বস্তুটিকে প্রতিফলকের কাছে 1 মিটার সরিয়ে আনা হয় তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?
(Distance between Mirror and object is 4m. if the object is placed 1m close to mirror. now what is the distance between object and it’s image)।
(A) 5 মিটার
(B) 8 মিটার
(C) 12 মিটার
(D) 6 মিটার