ফিজিক্স জিকে : আলোক তরঙ্গ
01.আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (Electro – Magnetic Wave)।এটি কোন Theory অনুযায়ী বলা হয়?
(A) পার্টিক্যাল থিওরি
(B) ওয়েভ থিওরি
(C) আইনস্টাইন থিওরি
(D) তড়িৎ চুম্বকীয় থিওরি
02.দৃশ্যমান আলোর (Visible light) তরঙ্গ দৈর্ঘ্য কত?
(A) 5×1010−7m to 8×10−8m
(B) 6×10−6m to 8×10−7m
(C) 4×10−7m to 8×10−7m
(D) 7×10−7m to 7×10−7m
03.আলো সরল রেখায় গমন। এটি আলোর কোন Theory অনুযায়ী ব্যাখ্যা করা যায়?
(A) পার্টিক্যাল থিওরি
(B) ওয়েভ থিওরি
(C) আইনস্টাইন থিওরি
(D) তড়িৎ চুম্বকীয় থিওরি
04.পার্টিক্যাল থিওরি (Particle Theory) অনুযায়ী আলোর কণার নাম কি?
(A) ইলেকট্রন কণা
(B) প্রোটন কণা
(C) ফোটন কণা
(D) নিউট্রন কণা
05.আলোর প্রতিফলন (Reflection) এবং প্রতিসরণ (Refraction) এই দুটি ব্যাখ্যা করা যায় কোন Theory দ্বারা?
(A) পার্টিক্যাল থিওরি
(B) ওয়েভ থিওরি
(C) আইনস্টাইন থিওরি
(D) তড়িৎ চুম্বকীয় থিওরি
06.আলোর ঋজুরেখ গতি (Rectilinear Propagation of light)- কি প্রমান করে?
(A) আলো বক্র রেখায় চলে
(B) আলো সমান্তরাল রেখায় চলে
(C) আলো সরল রেখায় গমনকারী কণার স্রোত
(D) শুধুমাত্র B
07.আধুনিক তথ্য অনুযায়ী আলোক তত্ত্বকে কি বলা হয়?
(A) Rectilinear Propagation of light
(B) Propagation of light
(C) Wave Theory
(D) Quantum Theory
08.আলোর ছায়া সৃষ্টি আলোর কোন Theory দ্বারা ব্যাখ্যা করা যায়?
(A) তড়িৎ চুম্বকীয় থিওরি
(B) আইনস্টাইন থিওরি
(C) পার্টিক্যাল থিওরি
(D) ওয়েভ থিওরি
09.Pin-hole Camera (সূচীছিদ্র ক্যামেরা)- এর কর্মপদ্ধতি (Function) আলোর কোন ধর্মের উপর নির্ভর করে?
(A) Rectilinear Propagation of light
(B) Propagation of light
(C) Wave Theory
(D) Quantum Theory
10.Pin-hole Camera (সূচীছিদ্র ক্যামেরা)তে আলোক উৎসের (Source of light) কিরূপ ছবি ছবি দেখা যায়?
(A) স্বাভাবিক প্রতিচ্ছবি দেখা যায়
(B) উল্টো প্রতিচ্ছবি দেখা যায়
(C) মাঝারি প্রতিচ্ছবি দেখা যায়
(D) বড়ো প্রতিচ্ছবি দেখা যায়