TOP 200 জীবন বিজ্ঞান GK
81.নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়-
(A) সাইটোকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) স্পৰ্মাটোজেনেসিস
(D) পেডোজেনেসিস
82.মাইটোসিস কোশ বিভাজনের অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোশের-
(A) সমান
(B) দ্বিগুন
(C) অর্ধেক
(D) কখনও সমান কখনও অর্ধেক
83.কায়জমা অংশে দুটি ক্রোমোজোমের ননসিস্টার ক্রমাটিডদ্বযের মধ্যে দেহাংশের বিনিময় ঘটানোর প্রক্রিয়াকে বলে
(A) ডায়াকাইনেসিস
(B) ক্রসিংওভার
(C) সাইন্যাপসিস
(D) উপরের কোনোটিই নয়
84.মিয়োসিসের প্রথম প্রোফেজর জাইগোটিন উপ দশায় সমসংস্থ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের মিলনকে বলে ?
(A) কায়াজমা
(B) সাইন্যাপসিস
(C) ক্রসিংওভার
(D) ট্রেট্রাড
85.প্রতিটি ক্রোমোজোমের কয়টি ক্রোমাটিড থাকে?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
86.মিয়োসিস কোশ বিভাজন দেখা যায়-
(A) মানুষের দেহকোশে
(B) সপুস্পক উদ্ভিদের দেহকোশে
(C) মানুষের জনন মাতৃকোশে
(D) উপরের কোনোটিই নয়
87.মিয়োসিস কোশ বিভাজনে 1টি (একটি) কোশ থেকে উৎপন্ন কোশের সংখ্যা হল-
(A) 2 টি
(B) 4 টি
(C) 6 টি
(D) 3 টি
88.মাইটোটিক দশার সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটি হল-
(A) প্রোফেজ
(B) টেলোফেজে
(C) মেটাফেজ
(D) অ্যানাফেজ
89.মাইটোটিক দশার সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি?
(A) অ্যানাফেজ
(B) মেটাফেজ
(C) ইন্টারফেজ
D) টেলোফেজে
90.মিয়োসিস কোশ বিভাজনের প্রথম প্রোফেজের শেষ উপ দশাটি হল-
(A) ডিপ্লোটিন
(C) প্যাকিটিন
(C) ডায়াকাইনেসিস
(D) টেলোফেজ