TOP 200 জীবন বিজ্ঞান GK

81.নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়-
(A) সাইটোকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) স্পৰ্মাটোজেনেসিস
(D) পেডোজেনেসিস

Ans- (B) ক্যারিওকাইনেসিস

82.মাইটোসিস কোশ বিভাজনের অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোশের-
(A) সমান
(B) দ্বিগুন
(C) অর্ধেক
(D) কখনও সমান কখনও অর্ধেক

Ans- (A) সমান( মাইটোসিস বিভাজনে মাতৃকোশের এবং বিভাজনে সৃষ্ট অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা ও সাইটোপ্লাজমের পরিমান সমান হওয়ায় একে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে)।

83.কায়জমা অংশে দুটি ক্রোমোজোমের ননসিস্টার ক্রমাটিডদ্বযের মধ্যে দেহাংশের বিনিময় ঘটানোর প্রক্রিয়াকে বলে
(A) ডায়াকাইনেসিস
(B) ক্রসিংওভার
(C) সাইন্যাপসিস
(D) উপরের কোনোটিই নয়

Ans- (B) ক্রসিংওভার

84.মিয়োসিসের প্রথম প্রোফেজর জাইগোটিন উপ দশায় সমসংস্থ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের মিলনকে বলে ?
(A) কায়াজমা
(B) সাইন্যাপসিস
(C) ক্রসিংওভার
(D) ট্রেট্রাড

Ans- (B) সাইন্যাপসিস

85.প্রতিটি ক্রোমোজোমের কয়টি ক্রোমাটিড থাকে?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

Ans- (B) 2

86.মিয়োসিস কোশ বিভাজন দেখা যায়-
(A) মানুষের দেহকোশে
(B) সপুস্পক উদ্ভিদের দেহকোশে
(C) মানুষের জনন মাতৃকোশে
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) মানুষের জনন মাতৃকোশে

87.মিয়োসিস কোশ বিভাজনে 1টি (একটি) কোশ থেকে উৎপন্ন কোশের সংখ্যা হল-
(A) 2 টি
(B) 4 টি
(C) 6 টি
(D) 3 টি

Ans- (B) 4 টি

88.মাইটোটিক দশার সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটি হল-
(A) প্রোফেজ
(B) টেলোফেজে
(C) মেটাফেজ
(D) অ্যানাফেজ

Ans- (A) প্রোফেজ (স্বল্পস্থায়ী দশাটি হলো অ্যানাফেজ)।

89.মাইটোটিক দশার সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি?
(A) অ্যানাফেজ
(B) মেটাফেজ
(C) ইন্টারফেজ
D) টেলোফেজে

Ans- (A) অ্যানাফেজ

90.মিয়োসিস কোশ বিভাজনের প্রথম প্রোফেজের শেষ উপ দশাটি হল-
(A) ডিপ্লোটিন
(C) প্যাকিটিন
(C) ডায়াকাইনেসিস
(D) টেলোফেজ

Ans- (C) ডায়াকাইনেসিস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.