TOP 200 জীবন বিজ্ঞান GK

71.ক্যান্সারের কারণ হিসেবে নিন্মের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে?
(A) রেগুলেটরি জিন
(B) অঙ্কোজিন
(C) স্ট্রাকচারাল
(D) জাম্পিং জিন

Ans-(B) অঙ্কোজিন

72.হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল-
(A) X লিঙ্কড প্রচ্ছন্ন
(B) Y লিঙ্কড প্রকট
(C) Y লিঙ্কড
(D) অটোজোম

Ans-(A) X লিঙ্কড প্রচ্ছন্ন

73.স্নায়ুকোশ সৃষ্টি হয় এমব্রায়োনিকের কোন স্তর থেকে-
(A) এক্টোডারম
(B) এন্ডোডারম
(C) মেসোডারম
(D) এন্ডোডারম ও মেসোডারম উভয়ই

Ans-(A) এক্টোডারম

74.Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হল-
(A) আবরণী কলা
(B) যোগ কলা
(C) পেশি কলা
(D) স্নায়ু কলা

Ans-(A) আবরণী কলা থেকে কারসিনোমা ক্যান্সারের উৎপত্তি হয়।

75.একটি বিভাজনে টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশার শুরু হওয়া পর্যন্ত দশাটিকে বলে-
(A) মেটাফেজ
(B) অ্যানাফেজ
(C) ইন্টারফেজ
(D) প্রোফেজ

Ans-(C) ইন্টারফেজ

76.নীচের কোন প্রক্রিয়াটিকে সদৃশ/সম বিভাজন বলে?
(A) অ্যামাইটোসিস
(B) মিয়োসিস
(C) মাইটোসিস
(D) উপরের কোনোটিই নয়

Ans-(C) মাইটোসিস

77.কোশ বিভাজনের ( Cell Division) যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়, তাকে বলে-
(A) প্রোফেজ
(B) ইন্টারফেজ
(C) অ্যানাফেজ
(D) মেটাফেজ

Ans-(C) অ্যানাফেজ

78.মিয়োসিস কোশ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি হল-
(A) সদৃশ বিভাজন
(B) হ্রাস বিভাজন
(C) সদৃশ ও হ্রাস বিভাজন
(D) উপরের কোনোটিই নয়

Ans-(A) সদৃশ বিভাজন

79.প্রাণীদের কোন কোশ বিভাজিত হয় না?
(A) স্নায়ুকোশ
(B) জনন কোশ
(C) অস্থিকোশ
(D) রক্তকোশ

Ans-(A) স্নায়ুকোশ

80.কোশ বিভাজনের (Cell Division) যে দশায় বেমতন্তু গঠিত হয় তা হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ

Ans-(B) মেটাফেজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.