TOP 200 জীবন বিজ্ঞান GK

61.প্রোটিন সংশ্লেষ অংশগ্রহণকারী উৎসেচকটি হল-
(A) DNA গাইরেজ
(B) পেপাটাইডাল ট্রান্সফারেজ
(C) RNA পলিমারেজ
(D) প্রোটিয়েজ

Ans-(B) পেপাটাইডাল ট্রান্সফারেজ

62.কোশপ্রাচীরের প্রধান উপাদান হল-
(A) প্রোটিন
(B) ফ্যাট
(C) সেলুলোজ
(D) গ্লুকোজ

Ans-(C) সেলুলোজ

63.বংশগতির ধারক ও বাহক হল-
(A) সেন্ট্রোজোম
(B) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাস
(C) নিউক্লিয়াস
(D) ক্রোমোজোম

Ans-(D) ক্রোমোজোম

64.মানবদেহের বৃহত্তম কোশ কোনটি?
(A) সেন্ট্রিওল
(B) প্লাস্টিড
(C) ওভাম
(B) ফেওপ্লাস্ট

Ans-(C) ওভাম (এর ব্যাস হল-0.12mm)

65.উদ্ভিদদেহের ক্ষুদ্রতম কোশ কোনটি?
(A) প্লাজমোলাইসিস
(B) মাইকোপ্লাজামা লেডলাই
(C) র‍্যামি
(D) উপরের কোনোটিই নয়

Ans-(B) মাইকোপ্লাজামা ( মাইকোপ্লাজামা ও মাইকোপ্লাজামা গ্যালিসেপটিকাম নামক ব্যাকটেরিয়া কোশ উদ্ভিদদেহের ক্ষুদ্রতম কোশ। এর ব্যাস হল 0.1um)।

66.মানবদেহের ক্ষুদ্রতম কোশ কোনটি?
(A) গ্রানিউল কোশ
(B) আই কর্নিয়ার
(C) উরু
(D) সবগুলিই ঠিক

Ans-(A) গ্রানিউল কোশ( মস্তিষ্কের সেরিবেলামের গ্রানিউল কোশ এর ব্যাস 10 um)।

67.সবচেয়ে বড়ো এককোশী উদ্ভিদ কোশ কোনটি?
(A) র‍্যামি
(B) লেডলাই
(C) মাইক্রোপ্লাজম
(D) এসিটাবুলারিয়া

Ans-(D) এসিটাবুলারিয়া নামক শৈবাল (5-10 cm)।

68.সবচেয়ে বড় উদ্ভিদ কোশ কোনটি ?
(A) মাইক্রোপ্লাজম
(D) মায়োসিন
(C) র‍্যামি
(D) উপরের কোনোটিই নয়

Ans-(C) র‍্যামি নামক উদ্ভিদের বাকলের তন্তু (এর ব্যাস 55 cm)।

69.কলেরার ব্যাকটেরিয়ার নাম কি ?
(A) Vibrio cholerae
(B) polio virus
(C) Yershina Pestis
(D) Measles virus

Ans-(A) Vibrio cholerae

70..কোশের একক পর্দা কে আবিস্কার করেন?
(A) ওয়াটসন
(B) রবার্টসন
(C) রবার্ট হুক
(D) রবার্ট ব্রাউন

Ans-(B) রবার্টসন ( 1959 সালে রবার্টসন কোশের একক পর্দা আবিস্কার করেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.