TOP 200 জীবন বিজ্ঞান GK
51.মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদার্থস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে বলে?
(A) ভিলাই
(B) সিস্টারণি
(C) ক্রিস্টি
(D) সেন্ট্রিওল
52.কোন কোশীয় অঙ্গাণুটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা গ্রহণ করে?
(A) নিউক্লিয়াস
(B) রাইবোজোম
(C) লাইসোজোম
(D) ক্লোরোপ্লাস্টিড
53.” আত্মঘাতী থলি”- পরিচিত কোশীয় অঙ্গাণুটি হল-
(A) রাইবোজোম
(B) ভ্যাকুওল
(C) লাইসোজোম
(D) সেন্ট্রোজোম
(C) লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।
54.বৃহত্তম কোশ হল-
(A) উটপাখির ডিম
(B) স্নায়ুকোশ
(C) পেশিকোশ
(D) মাইকোপ্লাজামা লেডলাই
55.RNA -তে উপস্থিত পিরিমিডিন বেসটি হল-
(A) ইউরাসিল
(B) এডেনিন
(C) গুয়ানিন
(D) থাইনিন
56.জেনোফোর উপস্থিত থাকে কোন প্রকার কোশে ?
(A) প্রোক্যারিওটিক কোশে
(B) মেসোক্যারিওটিক কোশে
(C) ইউক্যারিওটিক কোশে
(D) প্রোক্যারিওটিক ও মেসোক্যারিওটিক কোশে
57.”কোশের শক্তিঘর”-হিসেবে পরিচিত কোশীয় অঙ্গানু হল-
(A) রাইবোজোম
(B) মাইটোকন্ড্রিয়া
(C) নিউক্লিয়াস
(D) ভ্যাকুওল
58.এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে উপস্থিত কোশীয় অঙ্গাণুটি হল-
(A) রাইবোজোম
(B) লাইসোজোম
(C) গলগি বডিস
(D) প্লাস্টিড
59.কোশীয় বিপাক নিয়ন্ত্রণকারী প্রধান কোশীয় অঙ্গাণুটি হল-
(A) মাইট্রোকন্ড্রিয়া
(B) প্লাস্টিড
(C) নিউক্লিয়াস
(D) সেন্ট্রোজোম
60.প্রাণীকোশে উপস্থিত কোশ বিভাজনে সহায়তাকারী কোশীয় অঙ্গাণুটি হল-
(A) লাইসোজোম
(B) প্লাস্টিড
(C) রাইবোজোম
(D) সেন্ট্রোজোম