TOP 200 জীবন বিজ্ঞান GK
31.মিউটেশন তত্বের প্রবক্তা হলেন-
(A) হুগো দ্য ভিরিস
(B) ডারউইন
(C) আর্নেস্ট হেকেল
(D) মর্গ্যান
32.” On the origin of species by means of natural selection”- গ্রন্থটির রচিয়তা কে?
(A) ভিক্টর হুগো
(B) চার্লস ডারউইন
(C) ল্যামার্ক
(D) রবার্ট হুক
bg_collapse view=”button-green” color=”#4a4949″ icon=”zoom” expand_text=”Show Ans” collapse_text=”Hide Ans” ]Ans-(B) চার্লস ডারউইন[[/bg_collapse]
33.”র্যাবিস রোগের’- ভ্যাকসিন কে আবিস্কার করেন?
(A) এডওয়ার্ড জেনার
(B) রবার্ট হুক
(C) রোনান্ড রস
34.সংযোজক কলার ক্যান্সার কে আবিস্কার করেন?
(A) সারকোমা
(B) ব্লাস্টমা
(C) কারসিনোমা
(D) উপরের কোনোটিই নয়
35.অণুজীব বিদ্যার জনক কে ?
(A) রবার্ট ব্রাউন
(B) রবার্ট হুক
(C) এরিস্টটল
(D) লিউয়েনহুক
36.পেনিসিলিয়ন নামক এন্টিবায়োটিক আবিস্কার করেন কে ?
(A) ক্যাসিমিকক্স ফ্যাক্স
(B) আলেকজান্ডার ফ্লেমিং
(C) নল ও রুস্কা
(D) ওয়াটসন ও ক্রিক
37.ম্যালেরিয়া রোগ বিস্তারে মশার ভূমিকা সমন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেন-
(A) এডওয়ার্ড জেনার
(B) লুই পাস্তুর
(C) রোনাল্ড রস
(D) রবার্টসন
38.” মাইক্রোগ্রাফিয়া” এই বিখ্যাত গ্রন্থটি কার রচিত
(A) রবার্টসন
(B) জেরম টেইলর
(C) রবার্ট হুক
(D) চার্লস ডারউইন
39.” On the Causes of Plants, Enquiry into Plants” এই বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন ?
(A) থিওফ্রাসটাস
(B) জোসেফ প্রিস্টলে
(C) ল্যামার্ক
(D) মর্গ্যান
40.”Blood group ” কে আবিষ্কার করেন?
(A) কার্ল ল্যান্ডস্টেইনার
(B) আর্থার উইলি
(C) কার্ল এটিন
(D) মার্ক এডিসন