TOP 200 জীবন বিজ্ঞান GK

31.মিউটেশন তত্বের প্রবক্তা হলেন-
(A) হুগো দ‍্য ভিরিস
(B) ডারউইন
(C) আর্নেস্ট হেকেল
(D) মর্গ্যান

Ans-(A) হুগো দ‍্য ভিরিস ( 1866 খ্রিস্টাব্দে এই মিউটেশন তত্ব আবিস্কার করেন)।

32.” On the origin of species by means of natural selection”- গ্রন্থটির রচিয়তা কে?
(A) ভিক্টর হুগো
(B) চার্লস ডারউইন
(C) ল্যামার্ক
(D) রবার্ট হুক
bg_collapse view=”button-green” color=”#4a4949″ icon=”zoom” expand_text=”Show Ans” collapse_text=”Hide Ans” ]Ans-(B) চার্লস ডারউইন[[/bg_collapse]

33.”র‍্যাবিস রোগের’- ভ্যাকসিন কে আবিস্কার করেন?
(A) এডওয়ার্ড জেনার
(B) রবার্ট হুক
(C) রোনান্ড রস

Ans-(D) লুই পাস্তুর ( এনথ্রাস রোগের ভ্যাকসিনও আবিস্কার করেন। এছাড়াও লুই পাস্তুর 1864 খ্রীষ্টাব্দে ” পাস্তুরাইজেশন” পদ্ধতির আবিষ্কার করেন)।

34.সংযোজক কলার ক্যান্সার কে আবিস্কার করেন?
(A) সারকোমা
(B) ব্লাস্টমা
(C) কারসিনোমা
(D) উপরের কোনোটিই নয়

Ans-(A) সারকোমা

35.অণুজীব বিদ্যার জনক কে ?
(A) রবার্ট ব্রাউন
(B) রবার্ট হুক
(C) এরিস্টটল
(D) লিউয়েনহুক

Ans-(D) লিউয়েনহুক (অ্যান্টনি ভন লিউয়েনহুক1676 সালে নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে প্রথম অণুজীবের অস্তিত্ব প্রমান করেন)।

36.পেনিসিলিয়ন নামক এন্টিবায়োটিক আবিস্কার করেন কে ?
(A) ক্যাসিমিকক্স ফ্যাক্স
(B) আলেকজান্ডার ফ্লেমিং
(C) নল ও রুস্কা
(D) ওয়াটসন ও ক্রিক

Ans-(B) আলেকজান্ডার ফ্লেমিং (1928 সালে এই বিজ্ঞানী পেনিসিলিয়ন এন্টিবায়োটিক আবিষ্কার করেন)

37.ম্যালেরিয়া রোগ বিস্তারে মশার ভূমিকা সমন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেন-
(A) এডওয়ার্ড জেনার
(B) লুই পাস্তুর
(C) রোনাল্ড রস
(D) রবার্টসন

Ans-(C) রোনাল্ড রস (1897 সালের 20 ই আগস্ট এই ব্রিটিশ বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের ওষুধ আবিস্কার করেন এবং তার জীবনের 50 তম বছরে এই কাজের জন্য নোবেল পুরস্কার পান ( 1857-1932)

38.” মাইক্রোগ্রাফিয়া” এই বিখ্যাত গ্রন্থটি কার রচিত
(A) রবার্টসন
(B) জেরম টেইলর
(C) রবার্ট হুক
(D) চার্লস ডারউইন

Ans-(C) রবার্ট হুক ( এই বিজ্ঞানী কোশবিদ্যার জনক নামে পরিচিত)

39.” On the Causes of Plants, Enquiry into Plants” এই বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন ?
(A) থিওফ্রাসটাস
(B) জোসেফ প্রিস্টলে
(C) ল্যামার্ক
(D) মর্গ্যান

Ans-(A) থিওফ্রাসটাস ( এই বিজ্ঞানী প্রায় 500 প্রজাতির উদ্ভিদ সনাক্তকরণ ও বর্ণনা দেন, এই কারণে তিনি ” উদ্ভিদ বিজ্ঞানের জনক” নামে পরিচিত)।

40.”Blood group ” কে আবিষ্কার করেন?
(A) কার্ল ল্যান্ডস্টেইনার
(B) আর্থার উইলি
(C) কার্ল এটিন
(D) মার্ক এডিসন

Ans-(A) কার্ল ল্যান্ডস্টেইনার (1900 খ্রিস্টাব্দে এই বিজ্ঞানী ব্লাড বা রক্তের গ্রুপ আবিস্কার করেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.