TOP 200 জীবন বিজ্ঞান GK
21.নিন্মলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণে ব্রতী হবে?
(A) ব্যক্তিত্ব কাঠামোয় দূষণগ্রস্থ রোগী
(B) উৎকন্ঠাগ্রস্থ রোগী
(C) ভীতগ্রস্থ রোগী
(D) বিষণ্ণতাগ্রস্থ রোগী
22.সম্পূর্ণ নষ্ঠ হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয়-
(A) স্মৃতিক্ষয়
(B) তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি
(C) সম্পূর্ণ চেতনারোহিত অবস্থা
(D) আংশিক স্মৃতিক্ষয়
23.DNA পর্যায়ক্রম আবিষ্কার করেন কে ?
(A) এইচ জি খোরানা
(B) ওয়াটসন ও ক্রিক
(C) ফ্রেডারিক সঞ্চার
(D) ই এম সাউদার্ন
24.নিন্মোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ?
(A) ট্রাইপ্যানসোমিয়ানিস
(B) জিয়ারডিয়াসিস
(C) এনকেফালাইটিস
(D) ওরিয়েন্টাল ঘা(Oriental Sore)
25.প্রাকৃতিক নির্বাচন তত্বের প্রবক্তা কে ?
(A) জে বি এস হলডেন
(B) জি জে ম্যান্ডেল
(C) এ আই ওপারিন
(D) সি আর ডারউইন
26.একটি নির্দিষ্ট ধরণের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে বলে —
(A) বায়োম
(B) বায়োমাস
(C) বায়োমার্কার
(D) বায়োসেন্সার
27.” সেল থিওরি” প্রকাশ করেন–
(A) স্লেইডেন ও সোয়ান
(B) বেনসন ও কেলভিন
(C) ডিকসন ও জলি
(D) বানটিং ও বেস্ট
28.গ্রেগর জোহান মেন্ডেল হলেন —
(A) উদ্ভিদ বিজ্ঞানের জনক
(B) প্রাণী বিজ্ঞানের জনক
(C) বংশগতিবিদ্যার জনক
(D) টেক্সনমির জনক
29.দ্বি-পদ নামকরণের জন্য বিখ্যাত-
(A) নিলিয়াস
(B) হাচিনসন
(C) স্ট্যানলি
(D) ডারউইন
30.ECG-এর সম্পূর্ণ রূপটি হল-
(A) ইলেক্ট্রো কার্ডিও গ্রাফ
(B) ইলেকট্রনিক কার্ডিও গ্রাম
(C) ইলেক্ট্রো কার্ডিয়াক গ্রাফ
(D) ইলেক্ট্রোকার্ডিওগ্রাম
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর |
ইতিহাস প্রশ্ন ও উত্তর | ভূগোল প্রশ্ন ও উত্তর |