TOP 200 জীবন বিজ্ঞান GK
191. কোন এককোশী শৈবালের দেহে সেন্ট্রিওল উপস্থিত আছে ?
(A) ভলবক্স
(B) ক্ল্যামাইডোমোনাস
(C) ক্লোরেল্লা
(D) ইস্ট
192. পর্ণবৃন্ত হল রূপান্তরিত-
(A) পাতা
(B) মূল
(C) কান্ড
(D) উপরের কোনোটিই নয়
192. বায়ুগহ্ববরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়-
(A) কলেনকাইমা
(B) ক্লোরেনকাইমা
(C) এরেনকাইমা
(D) ইডিওপ্লাস্ট
193. মূলবিহীন উদ্ভিদ হল-
(A) উলফিয়া
(B) মনোট্রপা
(C) সয়াথিয়া
(D) পাইন
194. ছত্রাকের কোশপ্রাচীর——– দ্বারা নির্মিত হয়।
(A) সেলুলোজ
(B) ফ্যাট
(C) হাইফি
(D) কাইটিন
195. দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল-
(A) আম
(B) ধান
(C) কলা
(D) গম
196. নিন্মের কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়?
(A) শতমুলী
(B) সর্পগন্ধা
(C) সিনকোন/সিঙ্কনা
(D) আকন্দ
197. ডুমুরের পুষ্পবিন্যাসটি হল-
(A) হাইপ্যানথোডিয়াম
(B) সায়াথিমান
(C) স্পাইক
(D) রেসিম
198. সরল বা একক ফলের উদাহরণ নীচের কোনটি?
(A) ডুমুর
(B) আপেল
(C) নারকেল
(D) আম
199. একলিঙ্গ ফুল নীচের কোনটি?
(A) জবা
(B) অপরাজিতা
(C) কুমড়ো
(D) ধুতরা
200. পর্ণকান্ড হল রূপান্তরিত-
(A) কান্ড
(B) পাতা
(C) আকর্ষ
(D) ফল