TOP 200 জীবন বিজ্ঞান GK

181. ফুলকপির মুকুল হল-
(A) অঙ্গজ মুকুল
(B) পুস্পমুকুল
(C) জায়মান মুকুল
(D) জনন মুকুল

Ans-(D) জনন মুকুল

182. বাঁধাকপি যে ধরণের মুকুল তা হল-
(A) পুস্পমুকুল
(B) জায়মান মুকুল
(C) অঙ্গজ মুকুল
(D) কান্ডজ মুকুল
Ans-(C) অঙ্গজ মুকুল ( বাঁধাকপির অঙ্গজ মুকুল হল সর্বাপেক্ষা বৃহৎ মুকুল)।

183. একটি সপুস্পক পত্রবিহীন উদ্ভিদের উদাহরণ হল-
(A) ক্ষুদিপনা
(B) শুশনি
(C) ঘৃতকুমারী
(D) পাথরকুচি
Ans-(A) ক্ষুদিপনা

184. অনুসূত্র দ্বারা ঘটিত ছত্রাক দেহকে বলে-
(A) হাইফা
(B) মাইসেলিয়াম
(C) রাইজয়েড
(D) রাইজোফর্ম
Ans-(B) মাইসেলিয়াম

185. খাদ্য হিসেবে ব্যবহৃত একটি ছত্রাক হল-
(A) পাকসিনিয়া গ্রামিনিস
(B) পেনিসিলিয়াম নোটেটাম
(C) অ্যাগারিকাস বাইস্পোরাস
(D) ফাইটোপথেরা ইনফেস্টান্স
Ans-(C) অ্যাগারিকাস বাইস্পোরাস

186. বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশকে বলে-
(A) সিনোজাইগোস্পোর
(B) সিনোসাইট
(C) রাইজোফর্ম
(D) সিনোগ্যামেট
Ans-(B) সিনোসাইট

187. ব্রেডফোল্ড অথবা ব্ল্যাকমোল্ড নামে পরিচিত হল-
(A) ইস্ট
(B) ক্ল্যামাইডোমোনাস
(C) স্পাইরোগাইরা
(D) মিউকর
Ans-(D) মিউকর

188. স্পাইরোগাইরার দেহের প্রান্তীয় যে প্রশস্ত অংশের দ্বারা জলে নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে তাকে বলে-
(A) হ্যাপটেরা
(B) হোস্টোরিয়া
(C) সাকার
(D) পেরিপ্লাস্ট
Ans-(A) হ্যাপটেরা ( নিষ্ক্রিয় পত্ররন্ধ দেখা যায় জলজ উদ্ভিদের পাতায়)।

189. রোলিং অ্যালগি হল-
(A) স্পাইরোগাইরা
(B) ভলবক্স
(C) ক্ল্যামাইডোমোনাস
(D) মিউকর
Ans-(B) ভলবক্স ( ভলবক্সকে ঘূর্ণি শৈবাল বলা হয়)।

190. মহাকাশ- সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত শৈবালটি হল-
(A) স্পাইরোগাইরা
(B) ক্ল্যামাইডোমোনাস
(C) ক্লোরেল্লা
(D) ইস্ট
Ans-(C) ক্লোরেল্লা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.