TOP 200 জীবন বিজ্ঞান GK

171. মূলের সাহায্যে বংশবিস্তার করে যে উদ্ভিটি সেটি হল-
(A) রাঙা আলু
(B) পাথরকুচি
(C) রাস্না
(D) পদ্ম

Ans- (A) রাঙা আলু

172. নিন্মের কোন প্রকার উদ্ভিদে অশাখ কান্ড বা কর্ডেক্স দেখা যায়?
(A) তাল
(B) নারকেল
(C) সুপারি
(D) উপরের সবকটি
Ans- (D) উপরের সবকটি ( তাল ও কুমড়ো হল ইতর পরাগযোগ বা পর-পরাগযোগ উদ্ভিদ)।

173. নিন্মের কোন উদ্ভিদের মুকুল যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
(A) ইপিকাপ
(D) ডালিয়া
(C) বাঁধাকপি
(D) বিগোনিয়া
Ans- (C) বাঁধাকপি ( বিজ্ঞান সম্মত নাম ভ্যারাইটি ক্যাপিটাটা বা ব্রাসিকা ওলেরাসিয়া। এই সপুস্পক উদ্ভিদের শীর্ষ মুকুল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়)।

174. একটি বহুস্তবক বা পলিসাইক্লিক ফুল হল-
(A) ধুতুরা
(B) গোলাপ
(C) অপরাজিতা
(D) বক
(B) গোলাপ
Ans- (B) গোলাপ

175. একটি বায়ুপরাগী ফুল হল-
(A) ভুট্টা
(B) পাতাশ্যাওলা
(C) রজনীগন্ধা
(D) হাসনুহানা
Ans- (A) ভুট্টা ( ধান , ছাগলবটি হল বায়ুপরাগী বা বায়ু পরাগযোগ ফুল) কিন্তু মনে রাখতে হবে ভুট্টা কিন্তু মৃদবতী অঙ্কুরোদগম, সেই সঙ্গে মটর ও ছোলাও মৃদবতী অঙ্কুরোদগম)।

176. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় যে উদ্ভিদে সেটি হল-
(A) পরাণ
(B) মটর
(C) তেঁতুল
(D) রেড়ি
Ans- (A) পরাণ- ( এর বিজ্ঞান সস্মত নাম ক্যামেলিয়া কমিউনিস। এই সপুস্পক উদ্ভিদের বীজ থেকে নিষ্কাশিত তেল রান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়া এই তেল “বায়োডিজেল”- হিসেবে ব্যবহার করা হয়)। ( আরেকটি উদ্ভিদ হল গেঁও)।

177. একটি প্রকৃত ফলের উদাহরণ হল-
(A) আপেল
(B) আনারস
(C) শশা
(D) চালতা
Ans- (C) শশা ( কলা ও আমও প্রকৃত ফল)। আর আপেল , আনারস , চালতা অপ্রকৃত ফল)।

178. আমের যে অংশ আমরা ভক্ষণ করি তা হল-
(A) এন্ডোকার্প
(B) মেসোকার্প
(C) রসালো বীজত্বক
(D) এরিল
Ans- (B) মেসোকার্প (জাম , কুল ,তাল এর আমরা মেসোকার্প ভক্ষণ করি)। আম ও জবা হল সবৃন্তক পাতা)।

179. একটি বহুবীজপত্রী বীজ হল-
(A) রেড়ি
(B) আম
(C) সুপারি
(D) পাইনাস
Ans- (A) রেড়ি

180. রাইজোম বা গ্রন্থিকান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল-
(A) আলু
(B) ওল
(C) আদা
(D) ফণীমনসা
Ans- (C) আদা (হলুদ , আম-আদা , ফার্ন , মানকচু তে গ্রন্থিকান্ড বা রাইজোম দেখা যায়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.